আমাদের কথা খুঁজে নিন

   

বেচারা অর্থ মন্ত্রী!

আমি একজন পর্যটন কর্মী। বেড়াতে, বেড়ানোর উৎসাহ দিতে এবং বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি। বেচারা অর্থ মন্ত্রী। আবুল মাল আবদুল মুহিত! বয়স হয়েছে। শেষ বয়সে কেউ অবকাশ যাপন করে, কেউ ধর্ম কর্ম করে, কারো অবস্থা বেগতিক হলে পাড়া মহল্লায় চায়ের দো্কানে জ্ঞান বিতরণ করেন।

অর্থমন্ত্রীর বয়স হয়েছে। তিনি একজন বনেদি লোক। তার উচিৎ কর্ম হলো জ্ঞান দেয়া। গত চার বছর ধরে তিনি ব্যাপক জ্ঞান দিয়েছেন। বুড়িয়ে যাওয়ার অভিযোগ এনে ড. ইউনূসকে নিষ্ক্রান্ত করেছেন তার প্রতিষ্ঠিত ব্যাংক থেকে।

তাকে বিনিয়োগের বড় বাধা হিসাবে উল্লেখ করে বড় বেফাঁস কথা বলে বিপাকেই ছিলেন। সকালে বলে বিকালে আবার কথা ফিরিয়ে নিয়ে নিজেকে হালকা অনুভব করেন। আজ আবার বিডি নিউজে দেখলাম তিনি অর্থনীতি বিষয়ক প্রতিবেদকদের প্রশিক্ষন দিতে চান। খারাপ না। মন্দ কী।

অনেক কিছু শেখানোর আছে। এত বড় লুটপাট হয়ে গেলো গেলো এক বছরে যা তার চোখেই পড়েনি। বলেছেন, হলমসার্কের হজার তিন চারেক টাকা এমন কি আর টাকা। তিনি তো সরকারের লোক। টাকা ছাপান।

তার কাছে এটা কোনো টাকা হলো!তাই বলেছেন। কিন্তু দেশের আম জনতা জানে এ রকম অসংখ্য দুর্নীতি করে তার সরকার টিকে আছে এখনো। বড় আশ্চর্যের বিষয় হলো এ আবুল মাল আবার সুশীল সমাজের দলভূক্ত হিসাবে নিজেকে দাবি করেন। বলে থাকেন দেশোদ্ধারে তার চেষ্টা অব্যাহত থাকবে। কিন্তু গেলো চার বছরের বেশি সময়ে কি উদ্ধার করেছেন তা সবাই জানে।

তবে এ সব জানা তার কাছে ভালো ঠেকছে না। তার ফরমায়েশি রিপোর্ট হচ্ছে না। তাই ক্ষুব্ধ অর্থমন্ত্রী এবার সাংবাদিকতার ক্লাশ নিবেন। সাংবাদিক বন্ধুরা রেড়ি হয়ে যান। স্যার আসছেন! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।