আমাদের কথা খুঁজে নিন

   

বেচারা গিলানি

বাংলাদেশকে একটি সৃজনশীল জাতি হিসাবে দেখতে চাই।

পাক-ভারত ম্যাচ মানে উত্তোজনা। আরো বেশি উত্তোজনে দু'দেশের রাজনীতি নিয়ে। সেমিফাইনাল খেলা। বড় আশা করে এলেন গিলানি।

দুচোখে স্বপ্ন দেশ খেলায় জিতবে আর স্বপ্নের নায়কা রাইকে দেখা মিলবে। আশায় আশায় মোহালিতে মনমোহন সিংরে সঙ্গে প্রতিক্ষার স্বপ্ন গুনতে লাগে। ভাবছিল মশারফ জমানায় জেলে বসে বসে দেখা হয়েছিল প্রিয় নায়কার ছবি। এতে করে তাঁর মূখখানা আরো বেশি প্রিয়ারি হয়ে উঠে। ভাবলেন খেলা দেখতে আসবেন ঐশ্বরিয়া রাই, জয় নিয়ে ঘরে ফিরবেন।

কিন্তু এই কী হলো স্বপ্ন যে স্বপ্ন্ই থেকে গেল। বেচারা গিলানি শূন্য হাতে ফিরতে হলো মোহালির মাঠ থেকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।