আমাদের কথা খুঁজে নিন

   

জন্ম নেবো কোনো এক ভরাট মৌসুমে

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ এই অনুভূতিগুলো পড়ে থাক পাথরচাপা বুকে ঘর্ষণে-বর্ষণে শিলায় শিলায় দলিত-মথিত হোক সব আজ কালান্তরের ফসিল ক্ষয়ে যাক সভ্যতার নিরেট নিভাঁজে একতারে বেঁধেছি জীবন- অসময়ে তুমি দোতারাটা বাজিও না আর! যতোটা বলো ততোটা উপরে উঠতে পারবো না আমি হিমালয়ের এভারেস্ট, আলপসের মন্টব্ল্যাংক কিংবা রকি মাউন্টেনের এলবার্ট তোমার সূচাগ্র ভূ-ভাগের কাছে ম্রিয়মান অন্য সব জাগতিক সুখ এই ক্ষণে নির্বাক আমার ইচ্ছেগুলো রেখে দিলাম পায়ের কাছে সবুজের সোমত্ত বাগানে তুমি আমি একদিন জন্ম নেবো ঘাসফড়িং হয়ে। ক্ষণিকের জীবন, মাটির সোঁদা গন্ধে ভরপুর বৃষ্টিস্নাত রাতদিন সবুজের ক্যামোফ্লেজে শিকারী পাখির চোখ ফাঁকি দেয়া আরও কিছুক্ষণ তোমার আমার দ্বিধাহীন একটানা মিলন বাসর এভাবেই এঁকে দেবে চিত্রকলা আগামীর নিষ্পলক ক্যানভাসে। একতারে বেঁধেছি সময়- এই ঘোরলাগা নিশিদিন যাক ক্ষয়ে যাক মনুষ্য জীবন কংক্রিটে রক্তাক্ত পায়ে মনে রেখো কোনো এক ভরাট মৌসুমে নতুন অংকুরোদগমে প্রণয়ের টানে জন্ম নেবো শুধুই মানিকজোড় হয়ে। শেখ জলিল ২২.০৮.২০১১


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.