আমাদের কথা খুঁজে নিন

   

শাকিলের হত্যার বিচার দাবিতে এবং নিরাপদ সড়কের দাবিতে মানব বন্ধন কর্ম সূচি।

"A little knowledge of science makes man an atheist, but an in-depth study of science makes him a believer in God." Francis Bacon. আশরাফুল ইমাম শাকিল ,কুমিল্লা জিলা স্কুল ব্যাচ -২০০৪ , ওসমানী মেডিকেল কলেজ ব্যাচ ৪৬ এবং সাংগঠনিক সম্পাদ সন্ধানী ওসমানী মেডিকেল কলেজ ইউনিট । আমাদের এই বন্ধুটিকে দুদিন আগে আমরা সড়ক দুর্ঘটনায় হারিয়েছি । আজ সকাল ১০-৩০ মিনিটে টিএসসি তে আমরা তার বন্ধুরা সমবেত হয়ে আগামীকাল এর মানব বন্ধন কর্ম সূচি ঠিক করেছি। আগামীকাল সকাল ১১ টায় শান্তিপূর্ন মানব বন্ধন কর্ম সূচি অনুষ্টিত হতে যাচ্ছে শাকিলের সড়ক দুর্ঘটনার নামে হত্যার বিচার দাবিতে এবং নিরাপদ সড়কের দাবিতে । এটি এন নিউজ এবং এটি এন বাংলা থাকছে আমাদের পাশে news cover করতে।

আরো Print and Electronic Media থাকছে। এই মানব বন্ধন কর্ম সূচি দিয়ে শেষ করে দিতে চাই সকল অস্বাভাবিক মৃত্যু। আর কাউকে হারাতে চাই না। চাই না আর কোন মা তার তাজা প্রাণ ছেলেকে হারাক। এই মানব বন্ধন কর্ম সূচি দিয়ে মাননীয় প্রধান মন্ত্রীকে জানাতে চাই স্বজন হারানোর ব্যথা তো আপনারো জানা আছে।

তবে কেন এত অস্বাভাবিক মৃত্যু?? দেশের asset গুলোকে আমরা হারাতে পারি না। আর যে পরিবার তার সন্তান হারিয়েছে তার ব্যথা হয়তো আমরা তাদের মত করে উপলব্ধি করতে পারছি না,তবে পাশে থাকতে চাই। আশরাফুল ইমাম শাকিল ছিল তার বাবার একমাত্র ছেলে। আর শাকিল এর চলে যাওয়া তার পরিবার এর জন্য অপূর্ন ক্ষতি। আজ তার পরিবার এর জায়গায় আমার ,আপনার পরিবার ও হতে পারত।

নিরাপদ সড়ক চাই যাতে করে নিশ্চিন্তে চলাচল করতে পারি স্বাধীন দেশের নাগরিক হিসেবে। আপনারা সবাই আমন্ত্রিত । যোগদান করতে যোগাযোগ করুন – Sunny - 01711082161 , Gibran 01678170187 . ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.