আমাদের কথা খুঁজে নিন

   

ভারতে শাকিলের গ্র্যান্ড মাস্টার নর্ম ‘মিশন’

আগামী ২০ থেকে ২৭ মে ভুবেনশ্বর এবং ২৯ মে থেকে ৭ জুন মুম্বাইয়ে প্রতিযোগিতা দুটি হবে। দুটি প্রতিযোগিতাতেই ২২০০ রেটিংধারীদের নিয়ে একটি এবং তার চেয়ে কম রেটিংধারীদের নিয়ে আরেকটি বিভাগ থাকবে। ২২০০-এর উপরে রেটিং হওয়ায় শাকিল খেলবেন প্রথম বিভাগে। তিনি বলেন, “প্রথম বিভাগ আমার জন্য বেশ কঠিন হবে। তবে গ্র্যান্ড মাস্টার নর্ম পাওয়ার জন্য আমাকে প্রথম বিভাগেই খেলতে হবে।

” “আমি তেমন ভালো মানের কোনো কোচ পাইনি। তাই ভালো ফল করাও আমার জন্য কঠিনই হবে। তারপরও চেষ্টা করব নিজের সেরাটা ঢেলে দেয়ার। ” ভারতের এই দুটি প্রতিযোগিতায় অংশ নেয়ার কারণে যুক্তরাষ্ট্রের শিকাগো ওপেনে খেলা হচ্ছে না শাকিলসহ বাংলাদেশের কয়েক জন শীর্ষ পর্যায়ের দাবাড়ুর। ২৩ থেকে ২৭ মে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য তারা যুক্তরাষ্ট্রের ভিসাও করিয়ে রেখেছেন।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.