আমাদের কথা খুঁজে নিন

   

অনুভবে

ভালবাসা মানে অন্যের ভালত্বে বাস করা ছিলে এক আকাশ রোদ্দুর হয়ে অনুভবে অনুভবে খুঁজি তোমায় হৃদয়ের তট রেখা গিয়েছে ভেসে উজান নদীর স্রোতে, লিখেছিলাম সে নাম হৃদয় রক্ত জলে, ছিলে ঘাসফুল শিশির হয়ে, সব তোলপার মনভুমে পাইনি সে নাম হেমন্তের কুয়াশায় আবছা সে মুখ ।। তোমায় দেখেছি শ্রাবন সন্ধ্যায় টি স্টলে আত্মনিমগ্ন উদাস চোখে শ্রাবনের বৃষ্টি করেছি গোপন অশ্রুজল ,ভুল ? আজ এত দিন পর নিজেও বুঝিনা ভুলটা ছিল কার? এখন খুঁজিনা তো সেই সব দিন ,থাকুক ঝিনুকগর্ভে মুক্ত হয়ে, যা করেছ চাষ পরম সযতনে ।। আজও আছ সৃজন ছায়াধুপে আকাশ আলোকে ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।