আমাদের কথা খুঁজে নিন

   

অনুভবে স্বাধীনতা

আমি মুর্শিদুল

আমি জন্মেছি সেদিনের অনেক পরে দেখিনি বিভিষিকাময় কাল রাত্রি পিশাচেরা কিভাবে নরমাংসের গন্ধে মেতে ওঠে বিকৃত অট্টহাসি-উল্লাসে; তবুও আমি অনুভবে পার্থক্য খুঁজে পাই না পঁচা মাংসভোজী শকুন আর তাদের । একটি সেমিনারে আমি আমন্ত্রিত অতিথি নতুন প্রজন্মের পক্ষ থেকে স্বাধীনতার কথা বলতে হবে; আমি নির্বাক হয়ে ডায়াসে দাড়িয়ে আছি আমার কন্ঠে কিছুই আসছে না শ্রোতারা দেখলো আমার দু-গন্ডে অশ্রুর ঢল অথচ সকলে জানে আমি অনলবর্ষী বক্তা । কবি হিসেবে লিখতে চাইলাম একটি কবিতা কবিতাটি ও স্বাধীনতাকে নিয়ে; রাতের আঁধার কেঁটে ভোর হল কলমের আঁচড় গুলো যেন ছোঁপ ছোঁপ রক্ত ছন্দ গুলো যেন কোথায় হারিয়ে গেছে মানস্‌পটে শুধু রক্তিম আখরের ইতিহাস ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।