আমাদের কথা খুঁজে নিন

   

গ্রামীণফোনের ইন্টারনেট সেটিংস এক্কেবারে ফ্রী

আমাদের সবারই মস্তিষ্ক বিকৃত, কারো বেশি কারো কম, কারো প্রকাশিত কারো টা আবার লুক্কায়িত......(আমারটা প্রকাশিত এবং অতিরিক্ত)) মাঝে মাঝে দেখা যায় মোবাইল কাস্টমার সেন্টার থেকে ঠিক করানোর পর আগের ইন্টারনেট সেটিংস্‌ চলে যায়। তখন নতুন করে ইন্টারনেট সেটিংস এর জন্য আগের মত করে (P1/P2/P3/P4/P5/P6/P7) লিখে message পাঠালে সেটিংস পাওয়া যায় না। আবার কাস্টমার সেন্টার এ ফোন করে সেটিংস নামানো বিশাল(!!!!) খরচের ব্যাপার আপনি গ্রামীণফোনের ইন্টারনেট সেটিংস পেতে পারেন একদম ফ্রী। এর জন্য মোবাইলের মেসেজ অপশন এ গিয়ে টাইপ করুন “ALL” এবং পাঠিয়ে দিন 8080 নাম্বারে। কিছুক্ষ্ণণের মধ্যেই সেটিংস গুলো আপনার মোবাইলে চলে আসবে। এরপর সেগুলো সেইভ করুন password চাইলে “1234” দিন। একবার দুবার অন অফ করুন। আপনার মোবাইলে জিপি সেটিংস চালু হয়ে যাবে। আর এ সবই কোনো খরচ ছাড়া।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.