আমাদের কথা খুঁজে নিন

   

ট্রানজিটে লাভ হবে না, এ বক্তব্য কাণ্ডজ্ঞানহীন: অর্থমন্ত্রী

পৃথিবীর কাছে তুমি হয়তো কিছুই নও, কিন্তু কারও কাছে তুমিই তার পৃথিবী" ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরে ট্রানজিটের কাঠামোগত চুক্তি হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে ট্রানজিটের জন্য মাশুল নির্ধারিত হবে কি না, সেটা নিয়ে নিশ্চিত করে তিনি কিছু বলতে পারেননি। ট্রানজিটে আমাদের কোনো লাভ হবে না—এমন বক্তব্যকে কাণ্ডজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী। আজ বুধবার অর্থমন্ত্রী সচিবালয়ে ইউক্রেনের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। ট্রানজিটের মাশুল নেওয়া হবে কি না এ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে এখনই কিছু বলা উচিত নয়।

তবে আমার মনে হয় না ওই সফরের সময় মাশুল নির্ধারিত করতে পারব। তবে ট্রানজিটের কাঠামোগত চুক্তিটি হবে। ’ তিনি আরও বলেন, ‘রেল ও নৌপথের ব্যাপারে মাশুল নির্ধারিত হবে। তবে এ সময়ে ট্রানজিটের ব্যাপারে মাশুল নির্ধারিত হবে বলে আমরা মনে হয় না। ট্রানজিটের বিষয়ে গঠিত কোর কমিটি একটি খসড়া প্রতিবেদন জমা দিয়েছে।

আমরা সেটা পর্যালোচনা করছি। ’ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.