আমাদের কথা খুঁজে নিন

   

ট্রানজিটে গোলক ধাঁধাঁ.......

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

আধুনিক জামানায় এসেও গোলক ধাঁধাঁয় পরলাম। আমার ফ্লাইট আবুধাবি থেকে ১.৩৫ মিনিটে। সতর্কতা বশত ইত্তেহাদ এয়ারের ইনফরমেশন সেন্টারে গিয়ে বোর্ডিং পাস দেখিয়ে বললাম আমার ফ্লাইট কয়টায়। ইন্ডিয়ান দুই ভদ্রলোক হিন্দিতে বলল ৪.৪০ মিনিটে।

মেজাজ আমার চড়কগাড়ি হয়ে গেলো। ইন্ডিয়ান দেখলেই আমার কেন যেন মনটা বিলা হয়ে যায়। এখন, মেজাজ আমার বিলা হবার পথে, তখন ভাবলাম বাংলাদেশী দেখে হয়ত মশকরা করছে। তখন ভাল করে অন্যভাষায় জিগ্যেস করলাম রিয়েলি আমার ফ্লাইট কয়টায়। সে ডাটা চেক করে বলল ৪.৪০ মিনিটে।

আমি একটু মেজাজ গড়ম দেখিয়ে এয়ারলাইনস কে হালকা ঝারি টারি মারলাম এবং তাকে বললাম তাহলে আমার টুটাল ট্রানজিট ৮ ঘন্টা আমাকে হোটেল দেয়া হোক। সে বলল দেয়া সম্ভব না, কারণ এয়ারপোর্টের ভিতরে কোন হোটেল নেই, বাহিরে হোটেল দিতে গেলে আপনার ভিষা লাগবে। তখন বকবক করতে করতে চলে আসলাম, সে বলতে লাগল, তিন নং কাউন্টারে ডানে গিয়ে বামে যান ওখানে আপনাকে খাবারের ব্যাবস্থা করা আছে। আমি কর্নপাত করলাম না। কিন্তু এয়ারপোর্টের স্কিনে এখন ১২.২০ পর্যন্ত শো করছে আমার ফ্লাইট ১.৩৫এ।

আমি এয়ারপোর্ট অফিসারকে জিজ্ঞেস করলে সে ও বলছে ফ্লাইট ১.৩৫ এ। তিন ঘন্টা ধরে এই গোলক ধাঁধাঁয় পরে আছি। ওদিকে শিতে আবার আমার মেজাজ বিলা করে দিয়েছে। সবার প্রতি আমার বাণী- কখনো অল্প ট্রানজিট থাকলে বোর্ডিং পাস পাওয়ার পরও ইনফরমেশন সেন্টার থেকে ফ্লাইটের টাইম জেনে নিয়েন, কাজে আসবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.