আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্ন তুমি

ঝর্ণার পাশে বাড়ি/ জলের তেষ্টায় মরি/ জীবনের খেলাঘর/ বেঁধে যাই নিরন্তর। খোলা আকাশের নীচে নিঝুম রাতে হৃদয় উজার করে অশান্ত হৃদয়ের গভীর হতে তোমাকে আমার সুরে ডাকি জীবনের যত শব্দ আছে আকুল করার মত আনি কন্ঠে আমার সব গায়কী ব্যাকুল সুরের যত। শুনি বাতাসের সাথে হৃদয় হতে অনেক কথার গান বলি তারাদের কানে আমার মনে আলোক তোমার দান যত আবেগের কথা আমার সাথে তোমাকে শুনায় চাঁদ দেখি মিছিলের মত দরূদ পাঠে আর কেহ নাই বাদ। কেন হৃদয়রে মাঝে এখনো তুমি স্বপ্ন দেখার মত তুমি ভালবাসা হও হৃদয় ভরা মিনতি আমার শত তুমি নিরাশার আলো আমার চোখে মন চেতনার সুর শত আঁধারের মাঝে জীবন পথে মাদানী আলোর ভোর। আমি বিধাতার কাছে চাইনা কিছু তোমাকে দেখাই সারা এ চোখ আকাশের পানে দেখেনা কিছু সবুজ মিনার ছাড়া আমি কবিতার মাঝে লিখেছি শুধু আমার মনের আশা সেদিন স্বপ্ন-দেখায় বলব শুধু তোমাকে বলার ভাষা। ছবি: গুগল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.