আমাদের কথা খুঁজে নিন

   

ঐ নতুনের কেতন উড়ে

ভাল “আমার জীবনের শ্রেষ্ঠ সময়গুলো আমার ক্যাম্পাসে কাটাচ্ছি। আর ব্যাচের প্রত্যেকটা শিক্ষার্থীকে মনে হয় আমার আত্মার আত্মীয়” এভাবেই বলছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নব্য কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের প্রথম ব্যাচের শিক্ষার্থী নূর মোজাহিদ। নূর মোজাহিদের মতো এ অনুষদের প্রত্যেক শিক্ষার্থীর মনে রয়েছে প্রানোচ্ছাস। গত ৩রা মার্চ ছিল কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের প্রথম ব্যাচের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। “দেখতে দেখতে একটা বছর পার করে দিলাম।

সব মিলিয়ে আমরাই সেরা” জারকা আহমেদ চৌধুরী যেন একটু বাড়িয়েই বললেন। তবে সত্যি কথা বলতে সকল গুনের লোকের ভীর যেন এই ব্যাচে। আসাদুজ্জামান পাপন, অনিক চন্দ্র দাস, মোঃ নাদিরুজ্জামান কাজ করছেন বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায়। অনিক একটু আহলাদি সুরে বললেন “এ বিশ্ববিদ্যালয়ে এসে অনেক ভাল মনের বন্ধু পেয়েছি”। মুন্না, তালহা, নিখিল, লুসি এমনি কয়েকজন ভাল বন্ধু নাম।

“উই ড্রাইভ দি ইকোনমি” এই মূলমন্ত্র নিয়ে বিভিন্ন সামজিক ও গঠনমূলক কাজে অবদান রাখছে কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের প্রথম ব্যাচের শিক্ষার্থীরা। প্রতি সপ্তাহে মাত্র এক টাকা করে চাঁদা দিয়ে তারা গঠন করেছে উন্নয়নমূলক ফান্ড। চার বছর পর ফান্ড থেকে প্রাপ্ত অর্থ ব্যায় করা হবে বিভিন্ন গঠনমূলক কাজে। এছাড়া শীতের সময় এ ব্যাচের রাজীব, সাইদুর, আহাদ সহ কয়েকজন শিক্ষার্থী শীতবস্ত্র বিতরণ করে সকলের প্রশংসা কুড়িয়েছে। এই ব্যাচের তানজিলা নূর অনু ভাল মানের সাহিত্যিক।

বিশ্ববিদ্যালয়ের সকল প্রকাশনায় তার লেখা ছাপা হয়। সংস্কৃতিতেও কম যায় না তারা। হালিমা আক্তার মেরিন, ঝুমা রাণী পাল, সম্ভু সিংহ গান গেয়ে মাতিয়ে রাখেন সবাইকে। বলতে না বলতেই করিমভক্ত সম্ভু গেয়ে উঠলেন “আমি এই মিনতি করিরে, সোনা বন্ধু ভুইলনা আমারে রে..”। পলা সমাজপতি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনে উজ্জল নক্ষত্র।

গান, নাচ, অভিনয়, আবৃত্তি সবকিছুতেই দখল তার। পলার সাথে আরও উঠে আসে নুসরাত ফারাহ, সরূপ বড়ূয়ার নাম। উপস্থাপনায় দক্ষতা রয়েছে তানজিনা ইসলাম তিনার। সংস্কৃতির পাশাপাশি একাডেমিক ফলাফলও এই ব্যচের শিক্ষার্থীদের দারুন। র্শেফ-উল আলম কিরণ, শারমিন আক্তার শাহিদা, মোঃ রশীদ আহমদ এমনি কয়েকটি মেধাবী মুখের নাম।

কিরণ পড়াশোনা শেষ করে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে দেশের উন্নয়নে অবদান রাখতে চান। রশীদের রয়েছে শিক্ষক হওয়ার স্বপ্ন। রশীদ আবার শিক্ষকদের প্রশংসায় পঞ্চমুখ-“আমাদের স্যাররা অনেক বন্ধুভাবাপন্ন এবং একনিষ্ঠ সহায়তাকারী। লেখাপড়ার বাইরেও সকল বিষয়ে তাঁরা আমাদের খোঁজ খবর রাখেন। ঠিক যেন পরিবারের অভিবাবক।

” কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের প্রথম ব্যাচ নিয়ে এ অনুষদের সহকারী অধ্যাপক মোঃ মঞ্জুরুল ইসলাম বলেন-“ওরা অনেক ভাল এবং সৃষ্টিশীল। নতুন বিশ্ববিদ্যালয়, নতুন অনুষদ অনেক প্রতিকূলতা তা সত্বেও তাদের আন্তরিকতার কমতি নেই। একদিন তারা অনেক উপরে উঠবে। ” এত কিছু অর্জনের সাথে কিছু সমস্যাও রয়েছে। কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের নিজস্ব কোন ভবন নেই।

কৃষি অনুষদের চার ও পাঁচ তলাতে শিক্ষার্থীরা ক্লাস করে থাকে। তাছাড়া রয়েছে শিক্ষক সংকট। তবে সব সংকট কাটিয়ে তারা নতুন কেতন উড়িয়ে জয়ধ্বনি করবে এমন প্রত্যাশা সকলের। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।