আমাদের কথা খুঁজে নিন

   

ভবঘুরের বাণী- ৪

নতুনদিনের মিছিলে,একজন বেয়নেটধারী সৈনিক অনেকদিন হলো বাণী দেওয়া হয়না। ব্যাস্ত থাকিতো তাই (চরম ভাবের ইমো হবে)। যা হোক, আপনাদের কথা ভেবে, আজ আবার বাণী দিতে হলো। বাণীর পাওয়ার জন্য, আমার প্রোফাইলে দেওয়া মেইল আইডিতে অনেক অনেক মেইল আসছে (ডাহা মিছা কথা)। সবার এই আকুতি, আমাকে নতুন বাণী দিতে বাধ্য করলো (দাবড়ানি খাইলে বুঝা যাবে)।

"ঘরের কথা পরে যেনো না জানে। কারন এই পরের মাঝে, ভবিষ্যতের ঘরের মানুষ থাকতে পারে" বাণীর মর্মার্থঃ অনেক বোকা লোক, তার হবু বউয়ের কথা সবাইকে জানাইয়া বেড়ায়। অতঃপর সেই হবু বউ যখন অন্য কারো পার্মানেন্ট বউ হয়ে যায়, তখন আম আর ছালা দুটোই হারাতে হয়। আশেপাশের সুন্দরীরা তখন আর পাত্তা দেয়না। তাই যা আছে মনে,তা মনেই থাকুক।

আগের মহান বাণীগুলো- ভবঘুরের বাণী-০১ ভবঘুরের বাণী- ২ ভবঘুরের বাণী-৩ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।