আমাদের কথা খুঁজে নিন

   

ভবঘুরের বাণী- ৫ (এই বাণীটাও আপুদের বিপক্ষে গেলো! )

নতুনদিনের মিছিলে,একজন বেয়নেটধারী সৈনিক বাণীঃ "মেয়েদের কাছ থেকে কখনো উত্তর আশা করিওনা, তারা শুধুমাত্র প্রতিউত্তর দিতে জানে। " ভাবার্থঃ এই বাণীর ভাবার্থ অনেক জটিল। শুধুমাত্র ভুক্তভোগীরাই এই বাণীর ভাবার্থ মর্মে মর্মে উপলব্দি করে। বিশেষ করে যারা বিবাহিত পুরুষ। তারা প্রতিনিয়ত এই কথার শানে নজুল টের পান।

প্রেমিক পুরুষরাও ইদানিং সেটা টের পেতে শুরু করেছে( নিজের অভিজ্ঞতা থেকে বলছি )। আপুদের কোন প্রশ্ন করলে তারা উত্তর দিতে এতো দেরী করেন যে, মনে হয় থিসিস পেপার জমা দেবেন। কিন্তু, কোন কথা শোনান, তার প্রতিউত্তর সঙ্গে সঙ্গে পাইবেন। আর যারা প্রতিউত্ত পাননা, তারা খুশিতে লাফাইয়েননা। কারন, দশ বছর পরে হলেও সুদে-আসলে এর উত্ত পাবেন।

আগের বাণীসমূহঃ ভবঘুরের বাণী-০১ ভবঘুরের বাণী- ২ ভবঘুরের বাণী-৩ ভবঘুরের বাণী- ৪  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।