আমাদের কথা খুঁজে নিন

   

কিভাবে পেন ড্রাইভ অথবা মেমরি কার্ড থেকে উইন্ডোস(Windows) সেভেন, ভিসটা, অথবা এক্সপি দিবেন।

আমি আজ আপনাদেরকে বলব কিভাবে কিভাবে পেন ড্রাইভ অথবা মেমরি কার্ড থেকে উইন্ডোজ(Windows) সেভেন, ভিসটা, অথবা এক্স পি দিবেন। আমরা আজকাল অনেকেই নেটবুক ব্যবহার করি। কিন্ত আমরা সবাই জানি নেটবুকে DVD ROM থাকেনা। তাছাড়া আপনার প্রিয় ডেস্ক টপ বা ল্যাপটপ খানার DVD ROM ও নষ্ট হয়ে যেতে পারে যে কোন সময়। সেক্ষেত্রে আমদের নির্ভর করতে হয় পেন ড্রাইভ বা অন্যান্য USB ড্রাইভ এর উপর।

কিন্তু পেন ড্রাইভ বা অন্য কোন USB ড্রাইভ দিয়ে উইন্ডোজ সেট আপ দিতে হলে প্রথমে আপনার পেন ড্রাইভটি boot able করে নিতে হবে। কি ভাবছেন command prompt কথা বলব ? না আর প্রয়োজন নাই command prompt এর আজ আপনাদের কে এমন একটি সফটওয়্যারের কথা বলব যা দিয়ে খুব সহজেই পেন ড্রাইভ অথবা মেমরি কার্ড থেকে উইন্ডোজ(Windows) সেভেন, ভিসটা, অথবা এক্স পি দিতে পারবেন। এটি সত্ত্যিই খুব সহজ। আর কথা না বাড়িয়ে চলুন দেখি। এর জন্য যা যা প্রয়োজনঃ ১# উইন্ডোজ (Windows) সেভেন, ভিসটা, অথবা এক্সপি DVD।

২# ৪ গিগাবাইট মেমোরি (এক্সপি এর জন্য ২ গিগাবাইট যতেষ্ট) । ৩# ১৫-২০ মিনিট অবসর সময়। যেভাবে করবেনঃ ১# আপনার উইন্ডোজ এর DVD টি একটি ভাল কম্পিউটারের DVD ROM এ ডুকান। এবার আপনার পেন ড্রাইভ টি USB PORT এ লাগান। আপনার পেন দ্রাইভের সকল ডাটা ব্যক আপে রাখুন কারন উইন্ডোজ ফাইল কপি হওয়ার সময় আপনার পেন ড্রাইভ টি ফরমেড হয়ে যাবে।

২# এবার Novicorp WinToFlash সফটওয়্যারটি এখান থেকে ফ্রি ডাউনলোড করুন। ৩# এবার সফটওয়্যারটি Unzip করুন এবং run করুন। ৪# এ রকম একটি পর্দা আসবে সবুজ টিক বাটনে ক্লিক করুন। ৫# Next বাটনে ক্লিক করুন। মনে রাখবেন আপনার USB DRIVE Latter(ex- c: d: etc) যেন ঠিক থাকে।

৬# আবারো next বাটনে ক্লিক করুন। ৭# এবার exit বাটনে ক্লিক করুন। এবার আপনার পেন ড্রাইভ উইন্ডোজ সেট আপ এর জন্য রেডি। মনে রাখবেন আপনাকে আর নতুন করে পেন ড্রাইভ boot able করার প্রয়োজন নাই এটি boot able হয়ে গেছে। ৮# এবার আপনার যে কম্পিউটারে সেট আপ দিতে চান তাতে পেন ড্রাইভ টি লাগান।

এবার কম্পিউটারেটি Restart দিন। Bois সেট আপ থেকে boot এর জায়গায় USB দিন। ব্যাস যদি বুঝতে কোন সমস্যা হয় দয়া করে কমেন্ট করুন। এরকম আরো ব্লগ পেতে নিয়মিত ভিসিট করতে পারেন http://wiserboy.blogspot.com এই সাইটে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.