আমাদের কথা খুঁজে নিন

   

শোকের নগরী তোপের মুখে যোগাযোগমন্ত্রী

মন্ত্রিসভার বৈঠকে রোববার তোপের মুখে পড়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। মন্ত্রিসভার প্রায় সব সদস্য রাস্তাঘাটের বেহাল দশার জন্য যোগাযোগ মন্ত্রণালয়কে দায়ী করে বক্তব্য দেন। জবাবে যোগাযোগ মন্ত্রী বলেন, ‘আমার টাকা নেই। প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় আমরা কাজ করতে পারছি না। ’সভায় উপস্থিত অধিকাংশ মন্ত্রী অভিযোগ করেন, রক্ষণাবেক্ষণ খাতে যে টাকা বরাদ্দ করা হয় তাঁর বেশির ভাগ প্রকৌশলী, ঠিকাদার ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা ভাগবাটোয়ারা করে নেন।

আর যেটুকু টাকা থাকে তাতে কাজ হয় না। যোগাযোগ খাতে এক ধরনের লুটপাট চলছে বলে জানান মন্ত্রীরা। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে অপ্রয়োজনীয় খাত থেকে অর্থ এনে রাস্তাঘাট সংস্কারের কাজ করা হবে। যোগাযোগ খাতে দুর্নীতি বন্ধে তদারকি জোরদার করতে বলা হয়েছে। এ ছাড়া যেসব রাস্তায় বেসরকারি পরিবহনের গাড়ি চলাচল বন্ধ রয়েছে, সেখানে বিআরটিসির গাড়ি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার রোববারের বৈঠকে।

বেহাল রাস্তা ও অসচেতনভাবে গাড়ি চালানোর জন্য সড়ক দুর্ঘটনায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন অনেক মানুষ। এর ধারাবাহিকতায় শনিবার খ্যাতিমান চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। এর আগে চট্টগ্রামে স্কুল শিক্ষার্থীসহ ৪১ জন নিহত হয়। এ ছাড়া উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গসহ বেশ কয়েকটি জেলায় কয়েকদিন পরপর চলছে পরিবহন ধর্মঘট। এরই পরিপ্রেক্ষিতে রোববারের মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

এদিকে মানিকগঞ্জে ঘিওরে সড়ক দুর্ঘটনায় আহত ক্যাথরিন মাসুদসহ অন্যান্যদের রাজধানীর স্কয়ার হাসপাতালে দেখতে গিয়ে রোববার সকালে যোগাযোগমন্ত্রী বলেন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) পরীক্ষা ছাড়া আর কাউকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে না। ২৪ হাজার ভুয়া লাইসেন্স দেওয়ার কথাও অস্বীকার করে যোগাযোগমন্ত্রী বলেন, মানিকগঞ্জের দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে। পাশাপাশি এ বিষয়ে একটি আইনও করা হবে। আবুল হোসেন বলেন, বিআরটিএর ভুয়া লাইসেন্স দেওয়া ও ফিটনেস ছাড়া গাড়ি চলার অনুমতি দেওয়ার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান সাংবাদিকদের জানান, ঘটনার তদন্তে এরইমধ্যে ২টি কমিটি করা হয়েছে।

তাদের প্রতিবেদন অনুযায়ী এ ব্যাপারে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। আর এসব কমিটির করা তদন্ত প্রতিবেদনের বিভিন্ন সুপারিশের আলোকে আইন সংশোধন করা হবে বলেও জানান তিনি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।