আমাদের কথা খুঁজে নিন

   

শোকের উল্লাস!

স্বেচ্ছাচার না করা গেলে তারে স্বাধীনতা বলে না। স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারের অধিকার। উৎসর্গ: সাভার হত্যাযজ্ঞে বেঁচে যাওয়া ভাইবোনদের তাই তারা ভালোবাসে শোক করতে, ছোটলোক গণহারে মরলে পরে মধ্যবিত্তের বাপের রাষ্ট্রটি আর পুত্রবৎ কন্যাসম মধ্যবিত্ত সমাজ– করে জোরেশোরে রাষ্ট্রীয় নরম অনুচ্চকণ্ঠ স্নিগ্ধতাময় শোক। যেন একবার শোক করা গেলে পরে আর কিছু করাই লাগবে না! যেন গণশোক উদযাপনে কত দুঃখ করা গেল! আবার আরেকবার গরিবের হত্যাযজ্ঞ করা গেলে আবারও করবে শোক দেশব্যাপী করবে তারা শোকের উল্লাস! ২৭/৪/১৩ লিংক: ব্রাত্যরাইসু ডটকম

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।