আমাদের কথা খুঁজে নিন

   

আমিও কিন্তু একদিন মিশুক মুনির হব। না দেখলে পস্তাইবেন তখন :/

"স্বপ্ন্ তো দেখার জন্যই ,তাই স্বপ্ন দেখে চলি অবিরাম" ঈদে অনেক পরিচালক সিনেমা মুক্তি দিয়ে ঠিকমত ঘুমাইতে পারেনা বিনিয়োগ করা অর্থ ফেরত পাবে নাকি ওই চিন্তা করতে করতে। এইদিক থেকে আমরা অনেক শান্তিতে আছি। একান্তই নিজের শখ মেটাতে মিউজিক ভিডিও / সর্ট ফিল্ম বানাই। বলতে গেলে একদমই নন-প্রফেশনাল । তারপরও নিজের করা কাজ কার কেমন লাগলো এটা জানার আগ্রহ থেকেই যায়।

তাই শেয়ার করলাম। কেমন লাগলো জানাবেন। আগেই বলে নেই আমাদের বয়স তেমন বেশি না (মেয়েদের মতো মিছা কইতেছি না...তিন সত্যি!) আর ভিডিও স্যুট করেছি কমদামি ক্যামেরায় তাই ভিডিও কোয়ালিটি তেমন ভালো না...আমাদের এখনো অনেক কিছু শেখার আছে...কমেন্ট দিয়ে আমাদের ভুল গুলো শুধরিয়ে দিলে খুশি হব ১৮+ হইলে সবাই ডাউনলোড করতো...আফসুস!! কাহিনী : গার্লফ্রেন্ড পাওয়ার পর সহজাতই তাকে বেশি সময় দিতে গিয়ে বন্ধুদের সাথে একটু দুরত্তের সৃষ্টি হয়। আবেগে আত্মহারা হয়ে তখন সে বন্ধুদের থেকে দূরে চলে যেতে থাকে। কিন্তু ব্রেক-আপ এর পর আবার সে বুঝতে পারে তার বন্ধুরাই তার সবচেয়ে আপন...কিন্তু এর মধ্যে বদলে গেছে অনেক কিছু।

সামান্য দূরে সরাতে গিয়ে সে তাদের সরিয়ে দিয়েছে অনেক দূর... প্রথম মিউজিক ভিডিও ( somebody is me by Enriqye) কাহিনী : এইটার কাহিনী অনেকটা দুই-দুইটা গার্লফ্রেন্ড লইয়া পরছি আমি ফান্দে টাইপের... তাই বেশি কিছু না বল্লেও বুঝবেন এটা আমাদের বানানো সর্বশেষ মিউজিক ভিডিও (in loving memories by alter bridge) এই ভিডিওটি ইউটিউবে আপলোড করেছিলাম কিন্তু কপিরাইটের কারনে ব্লকড হয়ে গেছে বলে ইউটিউব লিঙ্ক দিতে পারলাম না বলে দুঃখিত । কিভাবে আপলোড করলে ব্লক হবে না কারো জানা থাকলে জানাবেন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।