আমাদের কথা খুঁজে নিন

   

লিখে রাখি

আসুন,সরকারী কর্মচারীদের ঘুষগ্রহণসহ সকল দুর্নীতিবন্ধে সর্বাত্মক সহায়তা করি। কারন সরকারি কর্মচারীরা দেশপরিচালনার হাতিয়ার। তারা যদি না হয় দক্ষ ও সততার অধিকারী, আর্থ-সামাজিক উন্নয়ন এবং বাংণাদেশকে কল্যাণরাষ্ট্রে পরিণত করার কাজটি হবে সুদূরপরাহত। (ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে) ক্ষুরধার কলম ফেলে দিয়ে যেই প্রতিবাদী হতে চাই আমি ভেঙ্গে-চূরে দিতে আদিম আচার পদেপদে পাতা শত মায়াজাল; সামনে কেনো বাড়াও দু’হাত– কেনো বকে যাও প্রেমের প্রলাপ কেনোই বা ঝরে চক্ষে তোমার লবণাক্ত জলের প্রপাত! দেখোনা রাতদিন কতো ভাঙছে হৃদয় যেমন ভেঙ্গে চলে পদ্মার পাড়— বাড়ে ফেলানী, তানিয়ার লাশের মিছিল রক্তে রক্তে রাজপথ, সবুজ ঘাস দিনে দিনে কেমন হচ্ছে পিছিল; বুভুক্ষূ শিশু, বেআব্রু নারীর রোদন কাঁপিয়ে দিচ্ছে সুতীক্ষ্ণ ইথার আমাদের তবু ভাঙছে কি ঘুম? কী হবে লিখে প্রেমের কাব্য এখন নয় প্রেমের সময় এসো তবে লিখে রাখি আজ শহীদের রক্তে কূম্ভকর্ণের ইতিহাস!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।