আমাদের কথা খুঁজে নিন

   

আমি লিখে রাখছি



আমার চারপাশে পড়ে আছে কয়েকটি ধর্ষিত কাকের লাশ ধর্ষণকারী বলে যেসব মানুষগুলোকে চিহ্নিত করেছিলাম তারা পেয়ে গেছে দিব্যি খালাশ ! অবশ্য তাতে আমার দু:খ নেই কোনো। নেই কোনো আবদারও, রাষ্ট্র সমীপে। বরং এই দ্বীপে ক্রমশ: নিভে আসছে আলোর মশাল , কেউ কেউ মোম বাতি জ্বালিয়ে দেখে নিচ্ছে নিজেদের মুখ ; সে ভয় তাড়া করছে আমাকে নিরীহ নিদানে। কাটাকুটি সেরে আমি লিখে রাখছি কয়েকটি নাম।যারা খন্ডিত বৃক্ষের শরীরে খুঁজে পায়নি কোনো ধর্ষণের চিহ্ন ! যারা নদীর যৌবনকে ছিনিয়ে নিতে নিতে লুন্ঠন করেছে দুতীরের মাটি ! যারা আমার সহোদরার সবুজ শাড়ী ছিঁড়ে উড়িয়েছে উল্লাসের নিশান ! আমি লিখে রাখছি তাদের নাম ।আমি লিখে রাখছি সেই পাষন্ড সময়ের ইতিকথা । নিজেই আদমবোমা হয়ে বিস্ফোরিত হবার আগে প্রশিক্ষিত সৈনিক যেমন গোপন মাইন বুকে চেপে রাখে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।