আমাদের কথা খুঁজে নিন

   

প্রভাত রচনা।

আজকাল ফেসবুকে হেভী মাস্তি নামে বেনামে তাই চলে দোস্তি। শেষ কবে প্রভাতের শিশি রেতে হেঁটেছি প্রকৃতির আশ্চর্য্য সব সায়াহ্নেতে মেতেছি শেষ কবে ফুল বনে প্রেম প্রেম ছলনায় গিয়েছিলাম আড্ডায় ফিরে ছিলাম বেদনায়। শেষ কবে দেখে ছিলাম তোমার ওই চাঁদমুখ অশান্তি হেরেছিল ভরেছিল সব সুখ শেষ কবে চলেছিলাম পাশা পাশি দুজনা ভাগ করে নিয়েছিলাম দুটি মনের বেদনা। শেষ কবে বসেছিলাম সবুজের বুকেতে একাকী হেঁটেছিলাম মনে ভাসা কথাতে এখনও সেই স্মৃতি তারা করে জীবনে মন বলে হেরে গেছি এই সুন্দরী ভুবনে? অজস্র দিনগত আমার এই বেদনা আরকি সে দেখা হবে তবে জানে কজনা অনন্ত স্মৃতি নিয়ে গড়া এই সংসার বাহারী স্বপ্ন যে তার জন্যে সমাহার । বাহারী স্মৃতিগুলো দিয়ে যায় অশ্রু নিয়ে আসে উপহাস হায় সে-যে দস্তুর এইতো সে জীবনের নয়ন ভেজা স্মৃতিটা বারবার গেয়ে যায় মনের শেষ আশাটা। শেষ কবে দেখা হবে কথা হবে জানিনা শেষ কথা বলে দেব তোমার প্রেম কামনা। পৃথিবীর সব সুখ এনে দেব চরণে শুধু তুমি রেখ আমায়; তোমার মনে স্মরণে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।