আমাদের কথা খুঁজে নিন

   

ফিরে এসেছে আমাদের প্রিয় টেকটিউনস

কিছূ মনে পরছেনা টেকটিউনস সাইডের নির্বাচিত টিউন টি কপি পেস্ট করে দিলাম। বাংলা প্রযুক্তি ব্লগের পথিকৃত হিসেবে ২০০৮ সাল থেকে টেকটিউনস তৈরি করে আসছে অসংখ্য মেধাবি টিউনার, নিবেদিত প্রাণ টিউমেন্টার আর লক্ষকোটি Loyal টিউজিটর। টেকটিউনস দেশের একমাত্র Fastest Growing সাইট হিসেবে এরই মধ্যে দেশের প্রথম সারির ও সর্ববৃহ্ত সোসিয়াল মিডিয়া ও একটিভ অনলাইন কমিউনিটি হিসেবে জায়গা করে নিয়েছে। এই সাফল্য টেকটিউনসের সকল টিউনার, টপটিউনার, টিউমেন্টার, মডারেটর আর টিউজিটরদের। টেকটিউনসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ।

সাময়িক ও অনাকাঙ্খিত বিঘ্নের জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত টেকটিউনসের একমাত্র স্পন্সর iTech Solution ফিনান্সিয়াল ক্রাইসিস এর কারণে স্পন্সর করতে অপারগ হওয়ায় টেকটিউনসের ফিনান্সিয়াল সাপোর্ট কিছুটা ব্যহত হয়। টেকটিউনসের ক্লাউড সার্ভার, CDN খচর সহ অন্যান্য খরচ কিছুটা ব্যহত হওয়ায় টেকটিউনসের কার্যক্রম কিছুদিনের জন্য বিঘ্নিত হয়। সাময়িক ও অনাকাঙ্খিত এই বিঘ্নের জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত। মেতে উঠুন প্রযুক্তির সুরে আবারও টেকটিউনসের সাময়িক এই সমস্যার সমাধান হয়ে টেকটিউনস আবার পূর্ণ ভাবে ফিরে এসেছে। আপনারা সবাই অবগত আছেন যে টেকটিউনস এর নিজেস্ব কাস্টম হোস্টিং এনভাইরনমেন্টে গত ২৩ জুন ২০১১ তারিখে ক্লাউডে মাইগ্রেড হয়েছে।

যার ফলে টেকটিউনস আগের চেয়ে অনেক বেশি স্ট্যাবল ও গতিময়। এখন থেকে আপনার আবার আগের মত টিউন করতে পারবেন, টিউমেন্ট করতে পারবেন আর মেতে উঠতে পারবেন প্রযুক্তির অনবদ্য সুরে। আরও উন্নত টেকটিউনস আরও উন্নত এবং স্মুথ ইউজার এক্সপিরিন্সের জন্য টেকটিউনসে এসেছে বেশ কিছু আপডেট মেজর রিলিজ ৩.২ জর্জ গারসউইন ভার্শনে আপডেট গত ৪ জুলাই ২০১১ তারিখে প্রায় ৪০০+ ইমপ্রুভমেন্ট নিয়ে রিলিজি পাওয়া ওয়ার্ডপ্রেসের মেজর আপডেটেড ভার্সনে আপটেড হয়েছে টেকটিউনস। যার ফলে নতুন ভার্সনের Refreshed UI, Faster page loads, Improved Performance ও Speed অনুভব করবেন টিউনাররা। নতুন এই আপডেটের Full screen Mode এ টিউন করতে টিউনার পাবেন Distraction free writing experience যা সত্যিই অসাধারণ. ৬০% অধিক অপটিমাইজড ও ইমপ্রুভড "টেকটিউনস ম্যালডি" থিম টেকটিউনসের বর্তমান Parent থিম টেকটিউনস মেলোডিকে (Techtunes Melody) করা হয়েছে আরও অপটিমাইজড ও ইমপ্রুভ করা হয়েছে এর পারফরমেন্স।

সেই সাথে code, markup ও style লেভেলেও করা হয়েছে বেশ কিছু cleanup এর কাজ। য়ার ফলে টেকটিউনসে পাওয়া যাবে আরও better load time ও performance. ক্লিন ও অপটিমাইজড টিউমেন্টিং টেকটিউনস এর টিউমেন্টিং বোর্ড এর সম্পূর্ণ মেকওভার করা হয়েছে। এর UI করা হয়েছে আরোও ক্লিন ও অপটিমাইড। এছাড়া টিউমেন্টার এর গ্রাভাটার এ টিউমেন্টারের ওয়েব এড্রেস লিংক ও নামে টিউমেন্টারের টিউনার পেইজ যুক্ত করা হয়েছে। এর ফলে এখন থেকে টিউমেন্টারদের টিউনার পেইজও দেখা যাবে, যা আগে সম্ভব হত না।

অধিক সজ্জিত টিউন ম্যানেজ প্যানেল টিউন ম্যানেজ প্যানল এখন আগের চেয়ে অনেক বেশি সুসজ্জিত করা হয়েছে। সেই সাথে যুক্ত হয়েছে টিউন থাম্বনেইল ও টিউন শব্দ সংখ্যা। টেকটিউনসের নতুন আয়োজন "টেকটিউনস টিউন্টারভিউ" খুব দ্রুত শুরু হতে যাচ্ছে বাংলাদেশের আইটি প্রফেশনাল, আইটি প্রতিষ্ঠান, আইটি ব্যাক্তিত্ব ও উদ্যক্তাদের একান্ত ব্যক্তিগত সাক্ষাৎকার নিয়ে টেকটিউনসের নতুন ও বিশেষ আয়োজন "টেকটিউনস টিউনারভিউ"। এরই মধ্যে "টিউন্টাভিউ গেস্ট" হিসেবে দেশের বেশ কিছু খ্যাতনামা আইটি প্রফেশনাল, আইটি প্রতিষ্ঠান, আইটি ব্যাক্তিত্ব ও উদ্যক্তাদের টিউন্টারভিউ গ্রহণ করেছে টেকটিউনসের অফিসিয়াল "টিউন্টারভিউ হোস্ট" টিম। খুব শীঘ্রই আপনারা টেকটিউনস টিউন্টারভিউ, টিউন্টাভিউ গেস্ট ও টেকটিউনস টিউন্টারভিউ হোস্ট টিম সম্বন্ধে জানতে পারবেন।

আসছে টেকটিউনস পাবলিকেশন এর প্রথম বই খুব শ্রীঘ্রই রিলিজ পেতে যাচ্ছে টেকটিউনস পাবলিকেশনের প্রথম বই। বইয়ের নাম ও বিষয় ওই মুহুর্তে প্রকাশ করা হচ্ছে না। তবে খুবই উচ্চ মানের ও চমৎকার একটি বই আপনারা পাবেন বলে আশা রাখি এবং টেকটিউনস পাবলিকেশন থেকে নিয়মিত আর বেশ কিছু বই ধীরে ধীরে প্রকাশ পাবে বলে আশা করা যাচ্ছে। যুক্ত হোন টেকটিউনসের সোসিয়াল অলিগলিতে টেকটিউনসের সাথে আরও নিবিড় ভাবে যুক্ত হতে এবং রিয়েলটাইম আপডেট পেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা টেকটিউনসের সোসিয়াল অলিগরিতে যুক্ত হোন এখনই Like করুন Techtunes Facebook Page: http://go.techtunes.com.bd/fbpage Join করুন Techtunes Facebook Group এ : http://go.techtunes.com.bd/fbgroup Follow করুন Techtunes কে Twitter: এ : http://go.techtunes.com.bd/twitter Subscribe করুন Techtunes এর RSS এ: http://go.techtunes.com.bd/rssfeed Subscribe করুন Techtunes এর Email RSS এ : http://go.techtunes.com.bd/rssemail Review দিন Techtunes এর Alexa তে : http://go.techtunes.com.bd/alexareview টেকটিউনস, বাংলা ভাষায় প্রযুক্তি চর্চার এক অনন্য তীর্থস্থান ও প্ল্যাটফরম। প্রযুক্তিপ্রেমী, প্রযুক্তিপাগল আর প্রযুক্তিমাতালদের এক অনবদ্য সোসিয়াল গ্রুপ ও কমিউনিটি তৈরিতে টেকটিউনস কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত।

থাকুন টেকটিউনসের সাথে আর ভালোবাসুন প্রযুক্তিকে। টেকটিউনস  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.