আমাদের কথা খুঁজে নিন

   

তথাকথিত আস্তিক/নাস্তিক বিবাদ এবং আমার কিছু সরল আহবান

ব্লগে “তথাকথিত” আস্তিক বনাম নাস্তিক লড়াই দেখতে আর ভালো লাগে না। দুই পক্ষেরি সমস্যা আছে। আমি আল্লাহতে বিশ্বাস করি, বিশ্বাস করি যে মহানবী (সাঃ) আল্লাহর বান্দা ও রাসুল। তবুও দুই পক্ষকেই কিছু না বলে থাকতে পারলাম না। শ্রদ্ধেয় নাস্তিকগণ : সচরাচর নাস্তিকদের দেখা যায় “ইসলাম ধর্ম বিরোধী”।

এর রহস্য আজো ধরতে পারলাম না। তারা নিজেদের নাস্তিক বলে প্রচার করলেও অন্য কোনো ধর্মের উপর তাদের আক্রোশ কম-ই দেখা যায়। মহানবীকে ব্যাঙ্গ করে, আল্লাহর বানীকে নিয়ে হাসাহাসি করে, ইত্যাদি ইত্যাদি। আপনি ধর্ম বিশ্বাস করেন না, খুব-ই ভালো কথা। আমাদের কোনোই সমস্যা নাই।

নিজের ধারণা নিজের মধ্যে লালন করে বসে থাকেন। অন্যের ধর্মীয় অনূভুতিতে আঘাত করার দরকার টা কি। আপনি ইলিশ মাছ খান না কাঁটার ভয়ে, আর অন্য কেউ খাওয়ার সময় “দেখ দেখ কি খায়” এরকম বলা কি নিতান্তই “বালকসুলভ” আদিখ্যেতা না!!! “ঈশ্বর কে দেখি না, আর যাকে দেখি না, তা বিশ্বাস করবো কেনো?”____ খুব-ই ভালো কথা। বিশ্বাস করার দরকার নাই তো! আপনি আপনার বাবা কে বাবা বলেন কেনো? আপনি কি আপনার বাবা এবং মায়ের মধ্যে রতিক্রিয়া সচক্ষে দেখেছেন?? আমরা ভাই আমাদের বাবা আর মায়ের মুখের কথা উপর বিশ্বাস করি, তাদের “ভিডিও” দেখতে চাই না। এটা নিয়ে আপনাদের এত্ত আপত্তি থাকার কোনো কারণ দেখি না।

আপনাদের ভিডিও দেখার ইচ্ছা, দেখেন, আমাদের খোচান কেনো ভাই?? হিন্দু, ইসলাম, খ্রিস্ট, বৌদ্ধ কোনো ধর্মেই বলা নাই যে অন্য ধর্মকে হেয় করো। যে কোনো একটা ধর্মমত আমরা অনুসরণ করি। সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধা রাখি। তথাকথিত নাস্তিকতার “আলগা স্মার্টনেস” কিংবা “হিরোইজম” এ জড়াই না। এতে আপনাদের এত্ত জ্বলে কেনো ভাই?? আমাদের স্মার্ট বানানোর প্রজেক্ট আপনাকে কে দিলো?? শ্রদ্ধেয় আস্তিকগণ : প্রতিবাদ করা ঠিক আছে, তাই বলে কারো উপর কিছু চাপিয়ে দেয়া কি খুব জরূরী?? তারা অবিশ্বাসী, সেভাবেই থাকতে দেন।

উলুবনে মুক্তো ছড়ানোর দরকার তো নাই। আর গালাগালি, বা গলাবাজি কোনো ধর্মেই সাপোর্ট করে না। কেনো করতে যান ওসব?? আমরা বরং ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি, তাদের উপর যেনো রহমত বর্ষিত হয়। যে কোনো অপমানের শাস্তি ঈশ্বর নিজ হাতে দেবেন, এটাই কি আমাদের অনেক বড় পাওয়া না!?! ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.