আমাদের কথা খুঁজে নিন

   

ব্রুস লি স্মরণে

হংকংয়ের হেরিটেজ মিউজিয়ামে ২০ জুলাই, শনিবার থেকে শুরু হয়েছে কিংবদন্তি মার্শাল আর্টিস্ট ব্রুস লির জীবন ও কর্ম নিয়ে পাঁচ বছরব্যাপী একটি প্রদর্শনী। ৪০ বছর আগে ওই দিনে হংকংয়ে মাত্র ৩২ বছর বয়সে মৃত্যুবরণ করেন ব্রুস লি। খবর বিবিসির।
ব্রুস লিকে নিয়ে ওই প্রদর্শনীতে থাকছে তার ব্যবহৃত ৬ শ’ জিনিস। এর মধ্যে রয়েছে ‘গেম অফ ডেথ’ সিনেমায় তার ব্যবহৃত বিখ্যাত সেই হলুদ রংয়ের ট্র্যাক স্যুট, তার লেখা ইংরেজি কবিতা, পারিবারিক ছবি এবং একটি নোটবুক।

এর মধ্যে অধিকাংশ জিনিসই দান করা হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘ব্রুস লি ফাউন্ডেশন’-এর তরফ থেকে।
এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির প্রধান এবং ব্রুস লির একমাত্র কন্যা শ্যানন লি বলেন, “কেবল স্মৃতিচারণের উদ্দেশ্যে নয়, সময়ের পরিপ্রেক্ষিতেও আমরা আজও তাকে (ব্রুস লি) স্মরণ করি। আমি মনে করি, এর কারণ, তার জীবন এবং কর্মের অভিজ্ঞতা, যা এক গভীর দর্শনের পরিচয় করিয়ে দেয় আমাদের সঙ্গে। ”
বিশ্বব্যাপী মার্শাল আর্টে সর্বকালের অন্যতম সেরা তারকা হিসেবে গণ্য ব্রুস লি জন্মগ্রহণ করেন ১৯৪০ সালে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে। চাইনিজ মার্শাল আর্টে প্রশিক্ষণপ্রাপ্ত ব্রুস অভিনয়জগতে ক্যারিয়ার শুরু করেন শৈশবে।


বড় হয়ে বেশ কয়েকটি টিভি সিরিজ এবং হলিউডি সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করে সাফল্য না পেয়ে তিনি ফিরে আসেন তার পিতৃভূমি হংকংয়ে। সেখানেই মুক্তি পায় তার অভিনীত প্রথম সফল মার্শাল আর্ট সিনেমা ‘দ্য বিগ বস’। ১৯৭১-এ মুক্তি পাওয়া ওই সিনেমার মাধ্যমেই এশিয়াজুড়ে ব্যাপক পরিচিতি পান ব্রুস; পরের বছর ‘ফিস্ট অফ ফিউরি’ সিনেমার মধ্য দিয়ে নিজেকে বিশ্বব্যাপী একজন ‘মার্শাল আর্ট আইকন’ হিসেবে প্রতিষ্ঠিত করেন তিনি।
৩২ বছরের সংক্ষিপ্ত জীবনে মাত্র পাঁচটি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন ব্রুস লি। তার জীবদ্দশায় মুক্তি পেয়েছিল মাত্র তিনটি সিনেমা।

১৯৭৩ সালে তার মৃত্যুর ২৬ দিন পর মুক্তি পায় তার অভিনীত সবচেয়ে বিখ্যাত সিনেমা ‘এন্টার দ্য ড্রাগন’। ওই বছর থেকে এখন পর্যন্ত বিশ্বব্যাপী সিনেমাটির আয় ২০ কোটি ডলারেরও বেশি।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১৪ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.