আমাদের কথা খুঁজে নিন

   

ঘাসফড়িং

পোকামাকড় ঘাসফড়িং আমার খুব প্রিয়। তবে ঘাসফড়িং ধরা খুব কঠিন কারণ হঠাৎ লাফিয়ে গাছপালার মধ্যে লুকিয়ে যেতে পারে। ঘাসফড়িং সাধারণত ঝোপ ঝাড়ে থাকে। ঘাসফড়িং এর লাফানোর জন্য লম্বা এবং বড় এক যোড়া পা থাকে। ঘাসফড়িং বিলুপ্ত হয়ে যাচ্ছে কারণ ঝোপ ঝাড় ,গাছপালা কমে যাওয়াতে এবং অতিরিক্ত কীটনাশক ,রাসায়নকি সার প্রয়োগ করাতে।

ঝোপ ঝাড় কমে যাওয়াতে ঘাসফড়িং এর খাদ্যের অভাব এবং বাসস্থানের অভাব হচ্ছে ফলে ঘাসফড়িং কমে যাচ্ছে। ঘাসফড়িং গাছপালার উপর নির্ভরশীল। কীটনাশক দিলে সে পাতা ঘাসফড়িং খেলে মারা যাবে। ঐ মরা ঘাসফড়িং আবার পাখি খেলে পাখি মারা যাবে। কারণ,মরা ঘাসফড়িং বিষ হয়ে যায়।

ঘাসফড়িং এবং ফড়িং এর জীবন চক্র একই। আমরা ঘাসফড়িং কে বিলুপ্তির হাত থকে বাঁচাবো। নিচে কিছু ঘাসফড়িং এর ছবি দেওয়া হলো। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।