আমাদের কথা খুঁজে নিন

   

একজন নেত্রীর দেশপ্রেম এবং হাইকোর্টের মন্তব্য!

সুমাইয়া সরোয়ার পশ্চিমা বিশ্বে মানুষের মন পরিমাপের জন্য নাকি অনেক অাগেই যন্ত্র বের হয়েছে। সে যন্ত্র দিয়ে অাসামিদের বিবৃতির সততা যাচাই করা হয়। যন্ত্র যে পুরোপুরি নির্ভুল ভাবে তথ্য প্রদান করে তা জোর দিয়ে বলা কঠিন। তবে সম্পূর্ণ ত্রুটি মুক্ত করার চেষ্টা অব্যাহত অাছে। অামরা পশ্চিমা বিশ্বকে তথা উন্নত বিশ্বকে অনেক পিছন থেকে অনুসরণ করি।

যেমনটা অামরা করেছি কম্পিউটার, মোবাইল, ইন্টারনেট, জাতীয় পরিচয় পত্র বা এম.অার পাসপোর্ট ব্যবহারের ক্ষেত্রে। এগুলো অনেক দেরীতে ব্যবহার শুরু করেছি অামরা। অনেক ক্ষেত্রে অাবার বহির্বিশ্বের চাপে পড়ে যখন পালানোর কোন পথ পাইনি তখন বাধ্য হয়ে ব্যবহার করেছি। তবে কিছু কিছু ক্ষেত্রে অামরা যে জাতিগত ভাবে অন্য সব জাতির সামনে চলে অাসিনি তা নয়। উল্লেখ করার মত অনেক অগ্রগতি অামাদের অাছে! অামাদের অাছে (দূর্ণীতির মত) অনেকগুলো চ্যাম্পিয়নশীপ! অামাদের অাছে গণতন্ত্রের পর্দার অাড়ালে অগণতন্ত্রীক সব কার্যকলাপের অভিজ্ঞতা।

অামাদের বিছানার নিচে টাকা রাখার, পুকুরের পানিতে ত্রানের টিন রাখার, জননেতা/নেন্ত্রীদের দিবালোকে মিথ্যা বলার, মিথ্যা ওয়াদা দেওয়ার, সভা সমাবেশে অার সংসদে বসে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, দেশপ্রেম বলে গলাফাটানোর অনেক অভিজ্ঞতা অামাদের অাছে। দেশের জন্য না হলেও দলের জন্য নিজের জীবন দিতে এবং অন্যের জীবন নিতে অামরা খুবই পরিপক্ক। অামরা দলের জন্য সব করতে পারি। অাসলে অামরা কী পারি না। অামাদের যেগুলো দরকার নেই! সেগুলো করিনা।

অনেকে মনে করে যে অামরা পারি না। অাসলে অামরা করি না। যেমন অামাদের স্বাধীনতার সঠিক ইতিহাসের দরকার নেই তাই তা করিনা। লোকে বলে অামরা পারি না… অামাদের দেশেপ্রেমকে সবার উর্ধ্বে তোলার দরকার হয় না তাই দলপ্রেমকে সবার উর্ধ্বে তুলে অানি। লোকে বলে অামরা পারি না।

হা হা হা… অামরা অাইনের মাধ্যমে কোন কিছু সমাধান না করতে পারলে অাইনজীবিদের পেশী শক্তির মাধ্যমে তা সমাধান করার চেষ্টা করতে পারি। অামরা পরিমাপ করতে পারি কার দেশ প্রেমে কতটুকু ঘাটিত অাছে বা নেই তা। তবে সে জন্য উন্নত বিশ্বের মত কোন যন্ত্রের প্রয়োজন হয়না। অামাদের অাইনজীবিদের পেশী শক্তি যেমন প্রচন্ড তাদের মগজের শক্তিও তেমন তীক্ষ্ন। তারা বলে দিতে পারেন কোন নেত্রীর দেশ প্রেমে ঘাটতি অাছে।

এটা অাসলে অামাদের জন্য বড় একটা অর্জন। অামাদের সুপ্রীম কোর্ট খালেদা জিয়ার দেশ প্রেমে ঘাটতি অাছে বলে মন্তব্য করেছেন। খুবই চমৎকার একটা অর্জন। অার কিছু না হলেও দেশপ্রেম পরিমাপ করার কিছু বিজ্ঞ লোককে অামরা তৈরি করতে পেরেছি গত চল্লিশ বছরে। এদেরকে যদি অারও কয়েক বছর দুধ কলা দিয়ে বা গ্রামীন পুষ্টি খাইয়ে মোটাতাজা করন প্রক্রিয়ার মাধ্যেম লালন পালন করা যায় তাহলে হয়ত অাগামী কয়েক মাসের মধ্যে অারও উন্নত মানের ফল পাওয়া সম্ভব হবে।

তখন হয়ত তারা বলতে পারবেন কোন কোন মন্ত্রীর দেশপ্রেমে ভেজাল নেই অথবা কোন রাজাকারের দেশদ্রোহীতার পরিমান কত! এভাবে এই প্রযুক্তিকে অামরা রপ্তানীও করতে পারব! অার তখন বিশ্ব চিনবে এক নতুন বাংলাদেশকে! আমার ওয়েব সাইটে থেকেও ঘুরে আসতে পারেন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.