আমাদের কথা খুঁজে নিন

   

জাতীয় মাছ সিলভার কার্প ! ! তরতাজা খবর!

বাংলা আমার শেকড়। আজকের রুপকথা পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে জাতীয় মাছ সিলভার কার্প। হাজারো সিরিয়াস খবরের মধ্যে ইহা এখন হট খবর। আমাদের তৃনমুল সংবাদ দাতা, জনাব আশ্চর্য, এর মাধ্যমে জানতে পারলাম যে, তিনি এক তরুন কে প্রশ্ন করেছেন যে,জাতীয় মাছ কি? প্রশ্নের উত্তরে জানা গেল যে,জাতীয় মাছ সিলভার কার্প! প্রশ্নের উত্তর জানা মাধ্যমে আমাদের সংবাদ দাতা প্রশ্নের পিছনে যু্ক্তি জানতে চাইলেন। তিনি বিজ্ঞ দার্শনিকের মতো উত্তর দান করেন - জাতীয় মাছ বলতে আমরা সে মাছ কে বুঝি, য়যাহা পর্যাপ্ত পরিমান দেশের সাধারন মানুষ খেতে পারে। কিন্তু আমাদের জাতীয় মাছ ইলিশ এর কথা ভাবেন ইহা সাধারন মানুষের ক্রয় সীমার বাইরে ।তিনি আরো উল্লেখ করেন যে তিনি ১৮ বছরের মধ্যে ইলিশ মাছ চোখে দেখেন নি প্রায় ১০ বছর, খাওয়া তো দুরের কথা। তিনি আরো বলেন যে কলকাতার বাবুরা অথচ ইলিশ এ বড়ো মজা পাই। তিনি আরও বলেন যে, সরষে ইলিশ রাধতো আমার মা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.