আমাদের কথা খুঁজে নিন

   

জাতীয় শোক দিবস এবং জাতীয় ঐক্যর আহবান ।।



বঙ্গবন্ধু এবং বাঙালির সকল শহীদ বীর আত্মার প্রতি গভীর শ্রদ্ধা ও লাল ছালাম । । ************ প্রিয় দেশবাসী ও বন্ধুগন *********** সমাজে মানবের ন্যায্য অধিকার আজ কোথায় , কাদের স্বার্থ কিসে উন্নয়ন । আমাদের দেশের গণতান্ত্রিক ব্যাবস্থাপনা খুবই জটিল । এক দল চায় অন্যদলকে বিনষ্ট করে নিজেদের ক্ষমতার অপব্যাবহার ।

ফলে সর্বক্ষেত্রে উন্নয়নে আসে বাধা , বাড়ে দুর্নীতি , দুঃশাসন । অন্যায় অসত্যর দাপটে কুলুসিত হয় মানবের জীবনদ্বারা । হত দারিত্রতা আর অনিয়ম দুষ্কৃতির শিকার হয় জাতী । এসব হতে উত্তরণের জন্য একমাত্র উপায় সঠিক গনতান্ত্রিক অধিকার এবং জাতীয় ঐক্য । ।

এবার জানা যাক জাতীয় এক্য স্থাপন কিভাবে সম্ভব । । সরকারি দল যারা ক্ষমতায় থাকে তাদের উচিৎ বিরুধি দল গুলুকে পরিপূর্ণ মর্যাদা দেওয়া এবং দেশের আত্তসামাজিক সর্বদিক উন্নয়ন খসড়া নিতিমালায় তাদের কে উচ্ছ পর্যায়ে সমান অধিকার দেওয়া । সব দলের মধ্য থেকে মন্ত্রি বা উচ্ছ নির্বাহী কমিটিতে বিরুধি দলের উপযুক্ত লোক নিয়োগ করা । সেবা স্বাস্থ্য , ও উন্নয়ন কেত্রে বিরুধি দল গুলুকে সহযোগী কর্মসংস্থানের পরিবেশ সৃষ্টি করা ।

। জাতীয় ও আন্তর্জাতিক কর্ম পরিকল্পনায় প্রত্যক সভা সেমিনারে একাত্তভাবে কাজ করার উদ্দ্যুগ নেওয়া । এবং দেশের জাতীয় সম্পদ রক্ষা ও বণ্টনে সবার সংশ্লিষ্ট সহযোগিতা থাকা । । তবেই জাতীয় এক্যর মাধ্যমে আমাদের স্বাধীনতা ও দেশ কে বিশ্ব ব্যাপি তার স্বকীয়তায় মাথা তুলে বাঙালী জাতীকে স্বনির্ভর করা সম্ভব ।

। আর আমাদের মধ্য জনগণের রায়ে যারাই সেবার ব্রত লয়ে কাজ করবে তাই হবে জনতার অধিকার এবং গনতান্ত্রিক মূল্যায়ন । । আমার সাথে একমত প্রকাশ করে , দেশ ও জাতীর ধংশ যজ্ঞ থেকে মুক্তি চাই । ।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.