আমাদের কথা খুঁজে নিন

   

জাতীয় সম্পদ ও জাতীয় সার্বেভৌমত্ব নিয়ে এত উদাসীনতা কেন???



সামহ্যোয়াইন ব্লগে বিভিন্ন লেখকের লেখা পড়ে ব্লগ লিখতে উৎসাহ পাই। অনেক গুরুত্ব বিষয়ে ব্লগারদের দৃষ্টি আকর্ষণ করে ব্লগ কর্তৃপক্ষ দায়িত্বশীলতা ও স্বদেশের প্রতি কর্তব্যবোধের পরিচয় দিয়েছেন। কিন্তু আশ্চর্য হচ্ছি, যখন আমাদের দেশের গ্যাস ব্লক সমূহ ৮০% শেয়ারে বিদেশীদের হাতে তুলে দেয়া হচ্ছে এবং এ সংক্রান্ত একটি পোষ্টকে স্টিকি করার জন্য অনেক ব্লগার আবেদন জানালেও কর্তপক্ষ মনে হচ্ছে চোখ কান বন্ধ করে না দেখার ভান করে এড়িয়ে যেতে যাচ্ছে। গ্যাস আমাদের জাতীয় সম্পদ। জাতীয় ভিত্তিতেই তা আমাদের উত্তোলন করে জাতীয় উন্নয়নের স্বার্থেই কাজে লাগানো উচিত।

৮০% গ্যাস বিদেশীদের হাতে তুলে দিয়ে ২০% নিয়ে সন্তুষ্ঠ থাকার জন্য এদেশের জনগণ এদেশের সরকারকে অনুমোদন দেয়নি। ব্লগ কর্তৃপক্ষ ও সরকারের এ সিদ্ধান্তের সমর্থনেই এমন চুপ করে আছেন? যদি তা না হয় তাহলে একটি দায়িত্বশীল ব্লগ কর্তপক্ষ হিসেবে সত্য বিষয়টি ব্লগারদের দৃষ্টি আকর্ষণে নিয়ে আসতে দিন মজুরের পোষ্টটি স্টিকি করে দায়িত্বশীলতার পরিচয় দেবেন বলে প্রত্যাশা করি। যে অন্যায় করে আর আর যে সহ্য করে দু'জনেই সমান অপরাধী। ব্লগ কর্তৃপক্ষ যদি নিশ্চুপ থেকে দায়িত্ব এড়িয়ে যেতে চান তাহলে কোন কথাই বলে লাভ নেই। জাতি ও জনগণ একদিন এ কাজে জড়িত সবাইকেই জাতীয় বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করবেই এবং তার সমূচিত শাস্তিও দিবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.