আমাদের কথা খুঁজে নিন

   

অন্যরকম কিছু কথা, যা কখনও বলা হয়নি....

আমি আমার দেশকে ভালবাসি। দেশের জন্য কাজ করতে চাই। লিখতে চাই মানুষ ও মানবতার জন্য। “একটি ইচ্ছাই দিবে শান্তি” আমরা কি সত্যিই শান্তি চাই??? আবার বছর ঘুরে আমাদের মাঝে এসেছে পবিত্র মাহে রমজান আসুন আমরা রমজানে কিছু পুরানো বাণী কে নতুন করে জানী এবং ভেবে দেখি মানা কি খুবই কষ্টের? যদি চান করাতে কবুল রোজা, মিথ্যা-পরনিন্দা ছেড়ে পথ বেছে নিন সোজা। স্কুলে শিখেছি “ সদা সত্য কথা বলিব” আসুন এই রমজান থেকে শুরু করি।

সক্রেটিস বলেছেন “নিজকে জান” আসুন আমরা নিজকে জানি স্রষ্টাকে মানি। অন্ধকারকে দোষারপ না দিয়ে একটি মোমবাতি হাতে কেন এগিয়ে আসব না? “জীবে দয়া করে যে জন সে জন সেবিছে ঈশ্বর” চলুন ঈশ্বর সেবি। গান শুনি “ভাইয়ে ভাইয়ে দ্বন্ধ করে দাও বন্ধ-ভাই ছাড়া তোমার জীবন হয়ে যাবে অন্ধ” আলোকিত জীবন চাই। আমরা শিখেছি “মায়ের পায়ের নীচে সন্তানের বেহেস্ত” মায়ের সেবা করে বেহেস্তে যাব। রসূল স. বলেছেন “বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি” বাবা কি আমার উপর সন্তুষ্ট? “বল কি তোমার ক্ষতি জীবনের অথৈ নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি” পারের কান্ডারী হব।

“জ্ঞান অর্জনের জন্য সুদুর চীনে যাও” আমাদের জ্ঞান হোক ইহকাল ও পরকালের জন্য। “আমাদের দেশে হবে সেই ছেলে কবে - কথায় না বড় হয়ে কজে বড় হবে” আমরা কজের ছেলে হতে চাই। ছোটবেলায় স্যার বলেছিল “সততাই মহৎ গুন” আমার সে গুন আছে কি? ছড়ায় শিখেছি “নীজের খাবার বিলিয়ে দেব অনাহারীর মুখে” আশে পাশে অনেক অনাহারীর মুখ। আমরা জানি “দেশ প্রেম ঈমানের অঙ্গ” চলুন দেশ কে ভালবাসি ময়ের মত। “আমারা সবাই শান্তি চাই- সালাম দেওয়ায় ছোট বড় নাই” অর্থ বুঝে সালাম দেই।

রসূল স. বলেছেন “বস্ত্রহীন কে বস্ত্র দানকারী আল্লাহর তত্ত্বাবধানে থাকেন” আসুন ওদের জন্যও কিনি। রাসূল স. এর আদেশ “আমার নিকট থেকে একটি বাক্য হলেও অন্যের কাছে পৌছে দাও” আমরা কি তা করি? আসুন আমরা কথা গুলো সব সময় আমাদের কাজের মাধ্যমে স্মরন করি। অপর বন্ধুকে ও স্মরন করাই। আমরা মানুষ, সবাই ভাই ভাই। আমাদের চারপাশে অসংখ্য গরীব দুঃখী অসহায় মানুষের অনাহারী অর্ধাহারী মুখ ভেসে বেড়ায়।

আসুন আমরা সামর্থবানরা এই রমজানে তাদের পাশে গিয়ে সহানুভূতির হাত বাড়িয়ে দেই। তাদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেই। বিভেদের দেওয়াল ভেঙ্গে ভালবাসার সেতু বন্ধনে আবদ্ধ হয়ে সারা জীবন সকলের সুখ দুঃখ ভাগাভাগি করে বেঁচে থাকার অঙ্গীকার হোক এই রমজান চাওয়া। প্রচারে: এই দেশ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।