আমাদের কথা খুঁজে নিন

   

চলমান আদালত এবং

নতুন করে আবার ব্লগ এ লেখা শুরু করছি-- দোয়া প্রার্থী গত কয়েকদিনের পত্রিকা আর টিভিতে যে খবরটি আলোড়ন তুলেছে তা হল আদালতে জাতীয়তাবাদী ও আওয়ামী আইনজীবীদের হাতাহাতি। রাজপথ তো আর এই সংযমের মাসে উত্তপ্ত করা যায় না তাই ভিন্ন স্থান নির্বাচন। এমন এক স্থান যেখানে জাতীয়তাবাদীরা কিছুটা হলেও সংখ্যাগরিষ্ঠ। জনাব আশরাফী পাপিয়া এন্ড গং এ রা নানা খিস্তি খেউড় করে মাননীয় বিচারপতিদের অপমানিত করছেন। এটা তারা না করেও পারতেন সরকার তার অতি প্রিয় SUMMIT ফারুকের কার্যক্রমে বিব্রত ।

আর বেগম জিয়া সংবিধান নিয়ে যে মন্তব্য করেছেন তা দিবালোকেই করেছেন। আমার ব্যক্তিগত মন্তব্য তিনি রাষ্ট্রদ্রোহের অপরাধে অভিযুক্ত হবার মত কাজ করেছেন যা মাননীয় বিচারপতিগণ যথেষ্ট ক্ষমার দৃষ্টিতেই নিয়েছেন। সংবিধান ডাষ্টবিনে ফেলার জিনিষ নয়। এতে এখনও মহান আল্লাহর নামে শুরু করার কথা আছে, আছে স্বাধীনতার ঘোষনাপত্র। একজন বিরোধীদলের নেতা হয়ে যদি বেগম জিয়া এই মন্তব্য করেন তবে বিচারপতিগণ তাকে সতর্ক করে যদি দলীয় দৃষ্টিভঙ্গির পরিচয় দেন তবে আমি তাতেও সমর্থন করি কেননা দেশের সংবিধান রক্ষার অঙ্গিকার সকল দলই করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।