আমাদের কথা খুঁজে নিন

   

চলমান সময় ;

একটু দম নেয়ার অপেক্ষায় কতোকাল কাটিয়ে দিয়েছি গাছের আলিঙ্গনে ।

হঠাৎ করেই মাথা একদম ফাকা হয়ে যায় ; সব কিছু শূণ্য লাগে চক্রবাকে মেতে থাকে ভোরের সকাল, তালগোল পাকিয়ে সূর্য্য উঠে একটি আধারঘন রাত উপহার দেবে বলে ! অবধারিতো কষ্টে শিষ্টে রাত এলে পর, বিমল যাতনায় কাটে কতগুলো প্রহর ! মরে যাওয়া নেকাব্বরের না দেখা মুখ ভাঁসে চোখের জমিনে ! বিগত দিনের ভুলে কাঁদে খয়েরী স্বপ্নের ছলাকলা, আর আমি ডুবতে থাকি অদ্ভূত নেশায়, হতাশার গালগল্পে মাতে চলমান সময় ! লিখন ফেব্রুয়ারী-১৯.২০০৯

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।