আমাদের কথা খুঁজে নিন

   

মাননীয় বানিজ্যমন্ত্রী ফারুখ খান সমীপে আইসক্রীম খাইবার লাইসেন্স চাইয়া আবেদন

অনুভুতিহীন জীবনের অপেক্ষায়... http://www.raatmojur.com/ বরাবর জনাব ফারুখ খান, মাননীয় বানিজ্যমন্ত্রী বাংলাদেশ সরকার। বিষয়ঃ আইসক্রীম খাইবার লাইসেন্স চেয়ে আবেদন। জনাব, আজ বার্তাসংস্থা মারফত খবর পেলাম যে, আপনি নির্দেশ জারী করেছেন আমরা যেনো কম কম খাই । অবশ্যই জনাব, আমি আপনার সাথে একমত। "কম খেলে, সব ঠিক হয়ে যাবে।

কম খেলে সমস্যা কমবে। খাবারের প্রতি লালসা কমান, তা হলে ব্যবসায়ীদের উচিৎ শিক্ষা হবে। আগেকার মানুষ কম খেত বলে বেশি দিন বাঁচত। " আজ সকালে ভেবেছিলাম বিকেলে একটা আইসক্রীম খাবো, তবে আপনার বক্তব্য শোনার পরে আর দোকানে যেতে সাহস পাচ্ছি না। ঠোলাপুলিশের প্যাঁদানি খেতে আমি ইচ্ছুক নই।

তবে আপনি যদি অভয় দেন, এই গরীব নির্ভয়ে একটি আইসক্রীম চেটেপুটে খেতে পারে। অতএবঃ জনাবের নিকট আকুল আবেদন, আমাকে একটি আইসক্রীম খাইবার লাইসেন্স ইস্যু করে বাধিত করবেন। বিনীত আপনার একান্ত বাধ্যগত (নাম ঠিকানা চৌদ্দগোষ্ঠী) সংযুক্তিঃ ১। পুলিশ ভ্যারিফিকেশন রিপোর্ট ২। চার কপি সত্যায়িত ছবি ৩।

পাসপোর্টের সত্যায়িত ফটোকপি ৪। জেলা প্রশাসকের সুপারিশ পত্র ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.