আমাদের কথা খুঁজে নিন

   

‘সমঝোতা না হলে অসাংবিধানিক হস্তক্ষেপ’

শনিবার রাজধানীর শহীদ আসাদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের অবস্থান তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন দলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক।
লিখিত বক্তব্যে বলা হয়, “নির্বাচনকালীন সরকারের ব্যাপারেও এখন পর্যন্ত কোন মীমাংসা হয়নি। বিএনপি-জামাতসহ তার ১৮ দলীয় জোট তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে অনড় রয়েছে। অপরদিকে সংবিধান অনুসারে অন্তবর্তীকালীন সরকারের অধীন নির্বাচন হলে সেই নির্বাচনকালীন সরকারের রূপরেখা, প্রশাসনিক বিন্যাস ও নির্বাচনের সময় নির্বাচন কমিশনের নির্বাহী ক্ষমতার বিষয়গুলেঅ এখনও পর্যন্ত অস্পষ্ট।


“নির্বাচনকালীন সরকারের বিষয়ে কোন সমঝোতায় উপনীত না হলে নির্বাচনকে কেন্দ্র জনমনে সৃষ্ট আস্থার সংকট দুরীভূত হবে না। দেশ এক অনিবার্য সংঘাত ও সংঘর্ষের পথে এগোবে যা অসাংবিধানিক হস্তক্ষেপের পরিণাম ডেকে নিয়ে আসতে পারে। ”
পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী পরাজিত হওয়া সম্পর্কে ওয়ার্কার্স পার্টি বলে, “সরকার পরিচালনার ক্ষেত্রে এককেন্দ্রীকতা, জোটচর্চা না করা, লুটপাট, দুর্নীতি, সন্ত্রাস, দখলদারিত্ব সাফল্যকে ম্লান করে দিয়ে সরকারকে জনগণ থেকে দূরে সরিয়ে দিয়েছে। ”
সব শক্তির মধ্যে দুরত্ব ও মতভিন্নতাকে দূরে রেখে জাতীয় ঐক্যের আহ্বান জানানো হয় ওই সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে দলের সভাপতি রাশেদ খান মেনন পলিটব্যুরো সদস্য বিমল বিশ্বাস, নুরুল হাসান, ফজলে হোসেন বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।