আমাদের কথা খুঁজে নিন

   

সমঝোতা !

-

পেরিয়ে আসা সেই দিনগুলো, ফেলে আসা আমার কৈশোর বড্ড প্রহসন করে আমায়। টিপ্পনি কেটে বলে আজ তোমার শুধু কাজ আর কাজ। ফাইল গুলো খোলা রেখেই; তাই কফির মগে এক চুমুক দিয়ে টেবিল ছেড়ে উঠে যাই। মুঠোফোনটি বোবা করে আমি বারান্দায় এসে দাঁড়াই। আকাশে তখন মেঘেদের চলাচল। ঠান্ডা হাওয়া ছুঁয়ে গেল সহসা; দূরে কোথাও বৃষ্টি হচ্ছে বুঝি। কি জানি আজ শুধু বারেবারে ফিরে যাই হারানো শৈশবে। আহ ! ক্ষণিকের জীবনে চলে স্বার্থান্বেষী প্রচেষ্ঠা। সমাজবদ্ধ জীব হয়ে এই যে ধেয়ে চলা- আদতেই খুব খেলো হয়ে ঠেকে। ভালবাসার মায়াজালে নিয়ত দেখি- শত বোঝার সাথে বিরামহীন সমঝোতা! /# ছবিসূত্র: http://www.allposters.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।