আমাদের কথা খুঁজে নিন

   

সমঝোতা

আমার ব্যক্তিগত ব্লগ

সমঝোতা....যা সব সময়, সব রকম ব্যাক্তিগত সম্পর্কে,সব পরিবেশের জন্যই ভাল (আমার মতে)। আমি এর ব্যাখ্যা দিব এভাবে, যে আমি এবং অপর ব্যাক্তি বা গোষ্ঠি কোন বিতর্কিত বিষয় নিয়ে এমন এক অবস্থানে আসব। যা দুজনের কাছেই মোটামুটি গ্রহন যোগ্য। এখন যদি একজন খুব বেশি মেনে নিতে থাকে, আর আরেক জন তার মত চাপিয়ে দিতে থাকে, তাহলে একে আর সমঝোতা বলা যাবে না। যদি দুজনে একই রকম মন মানসিকতার না হন, তাহলে এমন হবার সম্ভাবনাই বেশি থাকে। খুব ছোট বেলা থেকেই বাবা-মার সাথে ছেলে-মেয়ের একরকম সমঝোতা থাকে। ঠিক মতোন পড়াশুনা করলে টিভি দেখতে পারবে, ঘর গোছালে বেড়াতে নিয়ে যাবো... ( উদাহরণ ঠিক মতোন দিতে পারলাম না)। এখন বাবা-মা কখনও বাচ্চাদের টিভি দেখা পছন্দ করেনা, তবে পড়া শুনা (যা বাচ্চারা পছন্দ করেনা) সেটা করানোর জন্য সমঝোতায় আসে। যে তোমার কথা আমরা রাখব, আমাদের কথাও তুমি রাখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।