আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা ও অভিভাবক ভাবনা

ছেলে তুই বখে যাচ্ছিস হাওয়ায় ওড়াস কাব্যি ভবিষ্যৎ যে তোর ঝরঝরে দেখছি আমি দিব্যি কবিচিত্ত অস্থির বড়ই মেটে না তো কোন আশ আনমনে সব কবিরা ডাকে নিজের সর্বনাশ। শুনিসনি তুই প্লেটোর কথা - তার আদর্শ রাষ্ট্র ঠাঁই দেননি কবিদের তিনি কবিরা যে পথভ্রষ্ট রাষ্ট্রে রাষ্ট্রে কবিরা যে থাকে হয়ে ব্রাত্যজন মিছেই যে তারা করে বিপ্লব, তর্জন- গর্জন। দৈন্যে ভরা কবিগৃহ অভাব থাকে তো নিত্য শূণ্য উদরে ভরে কি কভু কখনো কারো চিত্ত ! শেষটায় তো পস্তাবি তুই শোনরে আমার কথা কাব্যি-টাব্যি বাদ দে তুই বুঝরে বাপের ব্যথা । উড়ু উড়ু নারীরা সব করে যে কবির বন্দনা পয়মন্ত লক্ষী বউ তো কবির ভাগ্যে জোটে না ভাবরে এবার আমার কথা যাব তো অবসরে কাব্যি-টাব্যি বাদ দিয়ে তুই মন দে সংসারে। বৈশ্বিক হাওয়ায় ডলার ওড়ে দ্যাখরে চোখ মেলে বানিজ্যে এবার মন দে রে তুই পান্ডুলিপিটা ফেলে আমার কথা শোনরে বাপ পাবি জীবন সাফল্য বিত্ত-বৈভবই শেষটায় আনে তিলক জয়মাল্য

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.