আমাদের কথা খুঁজে নিন

   

ফাইনালে সেরেনা, ফেদেরারের হার

টেনিস র‌্যাঙ্কিংয়ের ১১৪তম খেলোয়াড় আর্জেন্টিনার ফেদেরিকো দেলবোনিসের কাছে ৭-৬ (৯-৭), ৭-৬ (৭-৪) গেমে হার মেনেছেন রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লামের মালিক ফেদেরার। উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে অঘটনের শিকার হওয়ার পর জার্মানি থেকেও খালি হাতে ফিরতে হচ্ছে সুইস-তারকাকে। জার্মান টেনিস চ্যাম্পিয়নশিপের অন্য সেমিফাইনালে ইতালির ফ্যাবিও ফগনিনি ৬-৪, ৭-৬ (৭-১) গেমে স্পেনের নিকোলাস আলমাগ্রোকে হারিয়েছেন। সুইডিশ ওপেনে সরাসরি সেটে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন সেরেনা। ফাইনালে ওঠার পথে চেক প্রজাতন্ত্রের ক্লারা জাকোপালোভাকে ৬-০, ৬-৪ গেমে হারিয়েছেন মহিলা টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড়। ফাইনালে সেরেনার প্রতিপক্ষ সুইডেনের ইয়োহান্না লারসন। অন্য সেমিফাইনালে ইতালির ফ্লাভিয়া পেন্নেত্তাকে ২-৬, ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।