আমাদের কথা খুঁজে নিন

   

ফাইনালে বরুসিয়া

প্রথম লেগে ৪-১ গোলের বড় ব্যবধানে পিছিয়ে পড়ার পর চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে বরুসিয়ার ডর্টমুন্ডের বিপক্ষে ৩-০ গোলে জয়ের মিশন নিয়ে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। সেই লক্ষ্যের খুব কাছাকাছিও চলে গিয়েছিলেন হোসে মরিনহোর শিষ্যরা। কিন্তু শেষরক্ষা হয়নি। বেশ কয়েকটি নিশ্চিত গোল মিসের মাসুল দিয়ে আফসোস নিয়েই মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। গতকাল বার্নাব্যুর দ্বিতীয় লেগে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় পেলেও কোনো লাভ হয়নি এই স্প্যানিশ জায়ান্টদের।

দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করেছে বরুসিয়া ডর্টমুন্ড। ম্যাচের শেষপর্যায়ে রিয়াল মাদ্রিদের পক্ষে দুটি গোল করেছেন করিম বেনজেমা ও সার্জিও রামোস।
গোলের জন্য মরিয়া হয়েই গতকাল বরুসিয়ার বিপক্ষে দ্বিতীয় লেগের সেমিফাইনালটি শুরু করেছিল রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধের শুরুতে বেশ কয়েকটি মোক্ষম সুযোগও সৃষ্টি করেছিল ইউরোপের অন্যতম শীর্ষ এ ক্লাবটি। কিন্তু সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেননি রোনালদো, মেসুত ওজিলরা।

প্রথম ১৫ মিনিটের মধ্যেই খুব সহজ দুটি গোলের সুযোগ নষ্ট করেছেন ওজিল, হিগুয়েইন ও ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচের ১৩ মিনিটে বরুসিয়া ডর্টমুন্ডের পক্ষেও একটি মোক্ষম গোলের সুযোগ কাজে লাগাতে পারেননি প্রথম লেগে চার গোল করা রবার্ট লেভানডফস্কি। ফলে প্রথমার্ধটা কেটেছে গোলশূন্যভাবেই।
দ্বিতীয়ার্ধের শুরুতে আরও কিছু গোলের সুযোগ তৈরি করেছিল বরুসিয়া ডর্টমুন্ড। কিন্তু এবারও কাঙ্ক্ষিত লক্ষ্যে বল পাঠাতে পারেননি বরুসিয়ার স্ট্রাইকাররা।

৫০ মিনিটে লেভানডফস্কির একটি শট ফিরে আসে গোলপোস্টে লেগে। ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত গোলশূন্য কাটার পর হয়তো ম্যাচের ফলাফল গোলশূন্য ড্র-ই ধরে নিয়েছিল অনেকে। কিন্তু শেষ ১০ মিনিটে নাটকীয় পরিস্থিতি তৈরি করে রিয়াল মাদ্রিদ। ৮২ মিনিটে ম্যাচের প্রথম গোলটি করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন করিম বেনজেমা। ৮৮ মিনিটে আরও একটি গোল করে বসেন সার্জিও রামোস।

শেষ ১০ মিনিট যেন অসম্ভবকেই সম্ভব করার নেশায় মেতেছিলেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়েরা। কিন্তু অনেক আশা জাগিয়েও শেষ পর্যন্ত মাত্র ১ গোলের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে হোসে মরিনহোর শিষ্যদের। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।