আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কা



নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে দশম বিশ্বকাপের প্রথম দল হিসেবে ফাইনালে নাম লেখালো শ্রীলঙ্কা। ২১৮ রানের জয়ের লক্ষ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে নেমে মাত্র ৪৭.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। তিলকারত্নে দিলশান ও অধিনায়ক কুমার সাঙ্গাকারার জোড়া হাফ সেঞ্চুরিতে সহজ জয় পায় লঙ্কানরা। ছোট টার্গেট তাড়া করতে নেমে লঙ্কান দুই উদ্বোধনী ব্যাটসম্যান দিলশান ও উপুল থারাঙ্গা প্রথম থেকেই অবলীলায় ব্যাট চালাতে থাকেন। তবে ৮ম ওভারে কিউইদের পক্ষে প্রথম ব্রেক থ্রু এনে দেন পেসার টিম সাউদি।

তিনি ৩টি চার ও ১টি ছক্কার মারসহ ক্রমেই বিপজ্জনক হয়ে ওঠা থারাঙ্গাকে (৩১ বলে ৩০) সাজঘরে ফেরান। তখন দলীয় রান ৪০। এরপর দিলশানকে সঙ্গ দিয়ে অধিনায়ক সাঙ্গাকারা দলীয় সংগ্রহে ১২০ রান যোগ করেন। তবে দিলশান ও মাহেলা জয়াবর্ধনেকে দ্রুত আউট করে খেলায় ফেরে কিউইরা। দিলশান ৯৩ বলে ১০টি চার ও ১টি ছক্কায় করেন ৭৩ রান।

এর আগে টস জিতে নিউজিল্যান্ড অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে লঙ্কান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে ৪৮.৫ ওভারে মাত্র ২১৭ রানে অলআউট হয় কিউইরা। স্টাইরিস সর্বোচ্চ ৫৭, মার্টিন গাপটিল ৩৯ ও রস টেলর ৩৬ রান করেন। শ্রীলঙ্কার পক্ষে অজন্থা মেন্ডিস ও লাসিথ মালিঙ্গা ৩টি করে আর মুত্তিয়া মুরালিধরন ২টি উইকেট লাভ করেন। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টায় ম্যাচটি শুরু হয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.