আমাদের কথা খুঁজে নিন

   

এমনও ভালোবাসা হয়

এখন রাত ১টা। হঠাৎ করে মুঠোফোনটা ঝনঝন করে বেজে উঠলো আর আমার আরামের ঘুমটা ভেঙে দিলো। আমার এই মুহূর্তের খুব কাছের মানুষ টা আমাকে স্মরন করেছে। আমি ফোন কেটে আবার কল করলাম কারন আমি তার কল ধরিনা। সে আমাকে জানালো আজ তার সবছেয়ে কাছের বান্ধবি রুমার জন্মদিন তাই সে ওদের বাসায় গিয়েছে।

কিন্তু যখনই এই কথা শুনলাম নিজের অজান্তেই মনটা খারাফ হয়ে গেলো মনে পড়ে গেলো আজ থেকে পনের বছর আগের কথে যখন আমি চতুর্থ শ্রেনীর ছাত্র যে কিনা অজ পাডা গাঁয়ে আস্তে আস্তে বড হচ্ছে। পনের বছর আগে এই দিনে সেই ছোট্ট ছেলেটি তার মায়ের হাত ধরে গিয়ছিলো তার মায়ের কলিগের মেয়ের জন্মদিনে । সখানেই এই ছোট্ট ছেলেটা তার জীবনের সবছেয়ে দামী জিনিস তার মনটাকে হারিয়ে ফেলে। ওই দিন নিজের অজান্তেই সে মেয়েটিকে নিজের করে নেয়। কিন্তু সে জানতোনা যে তার এই প্রিয় মানুষটা কখনই তার হবে না।

আজ জীবনের এখানে এসেও আমির বুকে এক কোনে তার জন্য ব্যথাটা ঠিকই অনুভব করি। এখনো রাতের পর রাত একা একা তাকে ভেবে কাটাই। এখনো স্বপ্ন দেখি সে আমার ঘরে হাটছে,হাসছে,কথা বলছে আর আমি মুগ্ধ হয়ে তাকে দেখছি। কিন্তু আমি কেনো তাকে ফেলামনা এই কষ্ট আমাকে শুধু তাডিয়ে বেডায়। তাকে পাওয়ার জন্য যা যা দরকার সবই আমি করেছি কি?এটা আমার জীবনের সবচেয়ে বড প্রশ্ন।

আমি জানতাম তাকে পেতে হলে আমাকে যোগ্যতা অর্জন করতে হবে তাই সারাদিন পডায় ডুবে থাকতাম। ভালো রেজাল্ট করলাম , ঢাবি তে ভর্তি হলাম কিন্তু তাকে পাওয়া হলনা হলনা হলনা। তার বড ভাই আমার খুব কাছের বন্ধু আর আমার সবই ও জানতো শুধু এই বিষয় টা ছাডা । কিন্তু ঢাবি তে ভর্তি হবার পর যখন ভাবলাম তার কাছে যাবো তখনই বাধলো বিপত্তি। আমার বন্ধু এটা জানার পর থেকে আমার সাথে কথা বলা বন্ধ করে দিলো , ওর মা আমার মাকে সব বলে অনেক অপমান করলো,ওর বাবা আমার বাবা কে বলল।

সব শুনে আমার মা,বাবা ,বোন সবাই আমার উপর অনেক রেগে গেলো,আমার সাথে কথে বলা বন্ধ করলো,আমি পুরো একা হয়ে গেলাম । তখন আমার পাশে এসে দাডালো আমার খুব কাছের বন্ধু রবিন। আর কিছু দিন পরে জানলাম আমার এই কাছের বন্ধুটার সাথে সে প্রেম করছে। এটা শুনার পর আমার আর কিছুই বলার ছিলনা। শুধু নিরবে তার জীবন থেকে সরে গেলাম।

আজো আমি কষ্ট বুকে নিয়ে গুরছি আর আমার এখনো গ্রামে যেতে ইচ্ছে করেনা ,এখনো একা একা কাঁদি,কাউকে বলতে পারিনা,কেউ দেখেনা আমার বুকের রক্ত ক্ষরন। আমার জীবন আজো এলোমেলো। এরপর অনেক মেয়ে আমার জীবনে আসতে চেয়েছে আবার একজন এসেছেও যে এখনো আমার সাথে আছে কিন্তু বুকের ক্ষতটা আর পূরণ হল না। কষ্ট গুলো আর গেলোনা। মনে শুধু একটাই প্রশ্ন কেনো এমন হলো???কেনো কেনো কেনো??????????????আজ পনের বছর পরেও কেনো আমি কাঁদি,কেনো পারিনা ঘুমাতে......আমার জীবন্টা কি এভাবেই যাবে? আর এই মানুষটা হল রুমা যে আমার এখনকার কাছের মানুষটার সবচেয়ে কাছের বান্ধবী.....রুমা।

হায় কপাল............ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।