আমাদের কথা খুঁজে নিন

   

এমনও সময় ছিলো

হাফিজুর রহমান

এমনও সময় ছিলো যখন হাত বাড়ালেই তোমাকে ছোঁয়া যেত আমাকে ভাবতে তুমি নির্ভরতার চাবি তখন আমরা সমাপতিত বিন্দু ছিলাম আমাদের সঞ্চারপথ ছিলো বিন্দুবৃত্ত তখন আমরা আকাশ নদী ঝর্ণা চাঁদ এসব কিছুই জানতাম না চিনতামও না সবাই আমাদের গন্ডমূর্খ বলেই ভাবতো তাই আমরা শিক্ষিত ও আধুনিক হতে সচেষ্ট হলাম স্বভাবতঃই তুমি ব্রিলিয়ান্ট বলে আমাদের উন্নতির হার অসম তোমাকে ছুঁতে চাইলেই ছোঁয়া যায় না তবুও আশ্বস্ত আমি, দ্যাখা তো যায় আমরা ঘূর্ণমান পরস্পরকে কেন্দ্রে রেখে অথচ কি অবাস্তব আমাদের ধ্যানধারনা এমন চলা কেবলি পারে সংঘর্ষের জন্ম দিতে আসলে আমাদের দরকার স্থিতি ও সমঝোতা অথচ কিছুতেই তুমি আর স্থির হতে চাও না বাধ্য হ য়েই আমি দ্বিধাগ্রস্ত এক নির্জীব পৃথিবী তুমি প্রতিদিন ঘুরে যাও চাঁদমুখ নিয়ে আমারই চারদিকে যদিও কখনো একাদশী, কখনো পূর্ণিমা তুমি ইদানিং স্যাটেলাইটগুলো তোমার প্রশংসায় পঞ্চমুখ অথচ পৃথিবী কি নোংরা আর ধুলিময় তোমার চিঠি পেলাম তুমি চাও এক বিশাল বিস্তার নিয়ে এই গ্যালাক্সীতে স্থান করে নিতে তুমি হবে নতুন তারা তারকাদের বিশেষ সভায় পৃথিবীর চোখে জল, অমাবস্যার আঁধার সে তো কোন তারা চিনতো না যে নবীন তারাকে সনাক্ত করবে আমার চোখে বিবমিষা, পৃথিবী বিরান তুমি এখন ইন্দ্রিয়ের অতীত আমি তো বদলাইনি খুব যদি পারো, একবার শেষ দেখা দিও। ১২/০৬/১৯৯৯

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।