আমাদের কথা খুঁজে নিন

   

কারফিউ

নগরীতে আজ সর্বত্র রেড এলার্ট সতর্ক প্রহরীরা ঘোরে চারদিক বাড়ির চারপাশে সতর্ক ব্যারিকেড সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অপারেশন আমার তাজামুণ্ডু উদ্ধার করবে বলে। রাজদণ্ড হয়েছে জারি গত কয়েকদিন আগে রাজদ্রোহী বলে! দেশদ্রোহী হইনি তবুও দেশদ্রোহী তাই আজ সত্যিই দেশদ্রোহী হতে ইচ্ছা করে। নগ্ন অপশাসন,নির্মম অত্যাচারে অতিষ্ঠ দেশের জনগণ। আমার অপরাধ কী? সেটা আজও জানতে পারি নি তবু গুজব ছড়িয়েছে অন্যায়ের বিরূদ্ধে লড়ি বলে তারা আজ সদাব্যস্ত কখন বুকের পাঁজর ঝাঝরা করে দিবে! ক্রোধোন্মত্ত তাদের সিংহ তরবারি নগরীতে সন্ধ্যা ঘনিয়ে এসেছে কারফিউ নাকি হবে জারি অবরূদ্ধ আমি চারদিকে তাদের ভয়াল ফাঁদ তবুও আমি এতটুকু ভীত নই কয়েক প্লাটুন সৈন্য চারদিকে তাক করে আছে গুলি তাদের অব্যর্থ নিশানা সাফল্যের মুখ দেখবে কী? ল্যাণ্ডফোন,সেলুলার অথবা মুঠোফোন সবগুলো বন্ধ এবং বিচ্ছিন্ন চেষ্টা করছি করতে যোগাযোগ আত্মায় আত্মায় তাই চিরজয়ী বিপ্লবী মার্টিন লুথার কিং বিশ্বনেতা ফিদেল কাষ্ট্রো বর্ণবাদী নয় বলে তারা মানবতার মহান সৈনিক। জগৎখ্যাত ম্যাণ্ডেলা কিংবা লেনিন কেউই পরাজিত সৈনিক নয়। আমি গভীর অন্তর্দৃষ্টি দিয়ে লিখছি আমার কবিতা চারদিকে তাদের আনাগোনা করুক নিক্ষপ টিয়ারশেল,রবার বুলেট কিংবা নেওয়া অন্য কৌশল আমার মনোযোগ সেদিকে নয় আমার মন ও হৃদয় যুগবাস্তব সত্যের মুখোমুখি তবুও যা কোনদিন ছিলাম না তাই হতে ইচ্ছা করে কথিত দেশদ্রোহী আমি রাজদণ্ড মাথায় নিয়ে ঘরের ভিতর পায়চারি করি আর আজ হঠাৎ করে মনে দেশদ্রোহী হতে ইচ্ছা জাগে। ০১।০৭।০৫, ডাক্তার পাড়া, ফেনী।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।