আমাদের কথা খুঁজে নিন

   

আবিদের জন্য ভালোবাসা.....।

ফিরে আসা ভুল ছিলো আমার..........। বাসায় ফিরলাম কিছুক্ষন আগে ।খাবার সময় টেলিভিশনের খবরটা দেখছিলাম হঠাৎ চোখ থেমে গেলো খবরের নীচ দিয়ে যাওয়া শিরোনামের দিকে "আবিদ নেই " মনটা খারাপ হয়ে গেল,অনেক দিন আগে এন টিভির ক্লোজআপ ওয়ান অনুষ্ঠানে আবিদ অংশগ্রহন করেছিলো ।দুই একবার দেখেছিলাম টিভিতে ব্যস তারপর আজ দেখলাম ওর মুখটা তবে মৃত: কিছুক্ষন আগে রেডিওতে ওর একটা রবীন্দ্র সংগীত শুনলাম ভালো লাগলো , প্রাথনা করি ওর আত্না যেন শান্তিতে থাকুক।মৃতু মানুষকে অনেক দুরে নিয়ে যায় জানি কিন্তু অসময়ে কেন? ভালোথেকো যেখানেই থাকো। জানি আমার এই লেখা প্রকাশিত হবে না তবুও লেখা "আবিদের জন্য"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.