আমাদের কথা খুঁজে নিন

   

শুটিং গেম

প্রথম প্রথম প্রোগ্রামিং শেখার সময় সবারই বোধ হয় গেম এর প্রতি আকর্ষণ থাকে ১টা । ইচ্ছা থাকে ১ টা গেম বানানোর । আমিও এর বাইরে ছিলাম না । কলেজ পাশ করার পরপর হঠাৎ একদিন "ডি-এক্স বল" টাইপ কিছু বানানোর প্ল্যান মাথায় এসেছিল । শেষ পর্যন্ত তা অবশ্য সে রকম কিছু হয় নাই ।

বলা ভাল আমি তখন প্রোগ্রামিং ভালও পারতাম না এবং এখনও একই দশা। আমি কম্পিউটার বা ইলেকট্রিকাল এর ছাত্র না , তাই যতটুকু পারি, তা শখের বশেই শেখা । নেট ঘেঁটে , কিছু বই আংশিক পড়ে হাল্কা ধারনা আছে এর ওপর । সেই ধারনা থেকেই এটা বানানো । একদম বেসিক জিনিস ব্যবহার করে ।

এই লাইনে নতুন যারা (আমার মত) তাদের সুবিধার জন্য আমি সেই গেমটার কোড দিচ্ছি এখানে । খুবই সাদামাটা এলগরিদম । পুরপুরি নিজের চিন্তা থেকে বানানো । দ্বিমাত্রিক অ্যারে ব্যবহার করে বেলুন এর সারি তৈরি করা । নীচ থেকে গুলি করে সেগুলো ফাটাতে হয় ।

একটু পর পর অ্যারের মাত্রা বাড়ে আর নতুন সারি তৈরি হয় বেলুনের । কোড টা বুঝে নিয়ে কেউ হয়ত নতুন কিছু করতে পারবে-এই আশা থেকেই এটা পোস্ট করছি । এটা টার্বো-সি তে প্রোগ্রামিং করা । ব্লগে পুরো কোড দেখাচ্ছে না । তাই ডিলিট করে দিলাম ।

এই লিঙ্কে পুরো কোড সঠিকভাবে পাওয়া যাবে- http://megamindsiam.freewebpage.org/GAME.txt গেমটি ডাউনলোড করতে এই লিঙ্কে যান- Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.