আমাদের কথা খুঁজে নিন

   

অবরোধে বিচ্ছিন্ন খাগড়াছড়ি

পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ জেলায় রোববার সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেয়।
এতে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকায় সারাদেশের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই পার্বত্য জেলাটি।
বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মুক্তিপণের জন্য টেলিটকের এই চার কর্মকর্তা ও কর্মচারীকে অপহরণ করা হয়েছে।
১৩ দিনেও তাদের উদ্ধার করা যায়নি। এর প্রতিবাদেই সর্বাত্মক অবরোধের ডাক দেয়া হয়।
গত ৮ জুলাই রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা বারিবিন্দু ঘাটে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকের টাওয়ার মেরামত করে ফেরার পথে এক প্রকৌশলীসহ পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে অপহরণ করা হয়।  
এরা হলেন সহকারী প্রকৌশলী আক্তার হোসেন (২৫), টেকনিশিয়ান মো. হেমায়েত হোসেন (২৬) ও মো. ইমরুল (২৭), সহকারী টেকনিশিয়ান মো. সুজা (২৮) এবং স্থানীয় প্রতিনিধি মন্টু চাকমা (৩৮)।
পরে ওইদিন রাতেই মন্টু চাকমাকে ছেড়ে দেয় অপহরণকারীরা।
গত ১১ জুলাই বৃহস্পতিবার বিক্ষুব্ধ জনতা খাগড়াছড়িতে প্রতিষ্ঠানটির গ্রাহকসেবা কেন্দ্র বন্ধ করে দেয়।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।