আমাদের কথা খুঁজে নিন

   

অবরোধে বাস বন্ধ, ভোগান্তিতে নগরবাসি

নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে বিরোধী দলের ৪৮ ঘণ্টার অবরোধের কারণে যানবাহনের অভাবে চরম দুর্ভোগে নগরবাসি। কর্মস্থলে যেতে দেখা যায় রাস্তায় দীর্ঘ সারি। কিন্তু যানবাহনের অভাবে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। আজ মঙ্গলবার সকালে এমন চিত্র দেখা যায় রাজধানীর বিভিন্ন স্থানে। দূরপাল্লার পাশাপাশি নগর পরিবহনের বাস বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।

 

আজ মঙ্গলবার সকালে অবরোধ শুরুর পর রাজধানীর সায়দাবাদ, মহাখালী ও গাবতলী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। যাত্রী কম থাকায় সদরঘাটে লঞ্চও চলছে তুলনামূলকভাবে কম।

বিভিন্ন সড়কে অটোরিকশা, হিউম্যান হলার ও রিকশা চলাচল করলেও বাস না পেয়ে বিভিন্ন মোড়ে অফিসগামী যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বহু মানুষকে হেঁটেই গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করতে দেখা যায়।

তফসিল ঘোষণার পরপরই রাজধানীসহ বিভিন্ন স্থানে বোমাবাজি ও গাড়ি ভাংচুর-অগ্নিসংযোগ শুরু হয়।

ঢাকায় হুড়োহুড়ির মধ্যে বাসচাপায় নিহত হন এক রিকশাচালক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।