আমাদের কথা খুঁজে নিন

   

২০২১! একটি মিথ্যে স্বপ্ন??

আমি blogger হিসেবে নতুন। ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টি তে দেখবেন আশা করি। DIGITAL BANGLADESH: আমরা এমন একটি দেশের নাগরিক যেখানে আমরা DIGIT দেখতে পাই ১ঘণ্টা পরপর। কোথাও ২-৩ঘণ্টা। সেদেশ DIGITIZED হবে এমন স্বপ্ন দেখতে আমার ভঁয় হয়।

এখন পর্যন্ত DIGITIZATION এর কোনো আলামত আপনারা দেখে থাকলেও আমার স্বল্প ক্ষমতার চোখে তা ধরা পড়েনি। পক্ষান্তরে আমাদের কোনও মন্ত্রী অথবা রাষ্ট্রপতির কোনও PERSONAL BLOG/EMAIL ACCOUNT আমি খুঁজে পাইনি। আপনারা পেয়ে থাকলে জানাবেন। ২০২১ বাংলাদেশ DIGITAL হয়ে যাবে অত্যন্ত খুশির খবর। কিন্তু!! আমাদের সরকারের কাজের ধারা দেখে মনে হচ্ছে না আমরা তেমন কিছুর দিকে যাচ্ছি।

আমার ক্ষুদ্র জ্ঞানে যা ইঙ্গিত করে তা হয়তো অনেকের পছন্দ হবে না। আমি আমাদের ভূল পাঠ্য বই থেকে জেনেছি আমাদের জাতীর পিতার শুভ জন্মদিন ১৭মার্চ ১৯২০। আপনাদের কি মনে হয় না ২০২০-২০২১ জাতীর পিতার জন্মশতবার্ষিকী পালনের মোক্ষম সময়?? DIGITIZATION এর কোন লক্ষণ না পেয়ে এবং বঙ্গবন্ধু প্রীতি দেখে আমার মনে বদ্ধমূল ধারণা হয়ে গেছে আমরা ২০২১ এ জন্মশতবার্ষিকী ই পালন করতে যাচ্ছি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।