আমাদের কথা খুঁজে নিন

   

“উন্নত জাতি”

“উন্নত জাতি” কাঁকদের মিছিল ক্ষুণ্ণ করেছে শহরের প্রান শহরের মানুষ আজ কাঁক মেরে রোঁদে শুকাবে সদা প্রস্তুত কাঁক আরেকবার ভিড় জমায় দেয়ালে দেয়ালে একত্রিত হয়ে দুর্যোগ মোকাবেলায় তৈরি তাঁরা কাঁকদের ঘরে ঘরে উৎসব আনন্দের চেঁচামেচি নব প্রজন্মের আগমন মুখরিত চারিপাশ কর্কশ ধ্বনিতে পাটশালার উপর বৃষ্ঠা ফেলে জানান দেয় তাঁরা পারে সবকিছু আহার বিদ্যা সব নখদর্পণে কাঁকরা ঘোষণা দেয় সবর্সাধারণে- নির্ভার রও আমরা টিকেছি,টিকে থাকবো জঞ্জালে ভরা এই শহরে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।