আমাদের কথা খুঁজে নিন

   

উন্নত বলেই সবকিছুতে উন্নত মানসিকতা আর নিপূন শৌল্পিক ছোয়া...

একখানা মতামত দিয়েন কিন্তু!!!!!!
উন্নয়ন আর উন্নতির পিছনে যে শৌল্পিক একটা মানসিকতার গুরুত্ব অপরিসীম তা আজকের লেখা থেকে পাঠকগণ সহজেই উপলব্ধি করতে পারবেন। একটা অক্ষাত গ্রাম আজ সারা বিশ্বের কাছে বিখ্যাত। কিভাবে এটা সম্ভব হয়েছে তা এখন জানা যাক। "ইনকাদাতে" জাপানের আওমরি প্রিফেকচার-এর একটি গ্রামের নাম। মাত্র ৮৭০০ জন লোকের এই গ্রামটি একটি বিশেষ কারণে সারা পৃথিবীতে পরিচিতি লাভ করেছে।

সেটি হলো ধানক্ষেতের ছবি। না, কৃষকেরা এই ছবি তৈরীতে কোন রং ব্যবহার করেনা। আসলে এই চিত্রকর্মের মূলে যে বিষয়টা আছে, তা হচ্ছে বিভিন্ন রংয়ের ধানের ব্যবহার। এই গ্রামটির কৃষকেরা ১৯৯৩ সাল... থেকে তাদের জমিতে বিভিন্ন রংয়ের ধান লাগিয়ে ধানক্ষেতটিকে একটি ছবির মতো করে তোলে। কৃষকেরা সাধারণতঃ হালকা বেগুনী এবং হলুদ পাতার (কোদাইমাই ধান) ধানের সাথে লোকাল গাঢ় সবুজ রংয়ের (সুগারু রোমান ধান) যে ধান আছে তা ব্যবহার করে।

যখন বিভিন্ন রংয়ের ধানগাছগুলো বড় হয় তখন পুরো মাঠ জুড়ে ফুটে উঠে আর্শ্চযজনক এই ছবি। প্রতি বছরই ছবির বিষয়বস্তু পরিবর্তন করা হয়। যেমনঃ এবছর করা হয়েছে অশ্বারোহী যোদ্ধার ছবি। আর এ ছবি দেখতে সাড়া পৃথিবী থেকে ছুটে আসে মানুষ। গত বছর এসেছিলো প্রায় ১,৫০,০০০ জন।

প্রতি বছর মে মাসের দিকে এই চিত্রর্কমটি শুরু হয়। আর ধান কাটা হয় সেপ্টেম্বর মাসে। এবছরের মূল ছবিটি আসলে দুইটি ভাগে বিভক্ত। একটি হচ্ছে জাপানের সেনগাকু পিরিয়ডের অশ্বারোহী যোদ্ধার ছবি ও অপরটি হচ্ছে অশ্বারোহী নেপোলিয়নের ছবি। (তাজিন জান্নাতের লেখা থেকে সংকলিত; তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি)
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।